ভালেবাসা দিবসে তির্যক ভাবনা

সংসারে এক সন্ন্যাসী's picture
Submitted by real-nowhere-man on Thu, 14/02/2008 - 4:45am
Categories:

ভালোবাসা দিবস - শুনলেই মনে হয়, কেবল এই দিনটিই ভালোবাসার জন্য। অন্য দিনগুলোয় ভালো না বাসলেও চলবে। বাংলা কোন এক সিনেমার গানটি স্মর্তব্য: "আজকে না হয় ভালোবাসো, আর কোনওদিন নয়" দেঁতো হাসি

আজকের ছড়াটি সত্যিকারের প্রেমিক-প্রেমিকারা লঘুচিত্তে গ্রহণ করলেই খুশি হবো।

_____________

যদি

সান্নিধ্যের স্কোপ নেই বেশি, রয়েছে যদিও সজনী -
থেকে না থাকার দুঃখ পোষে না, আছে বা এমন ক'জনই!
মনে বহমান কষ্টের নদী
শুকাতো কিছুটা, হতো শুধু যদি
ভ্যালেন্টাইন দিবসের স্থলে ভ্যালেন্টাইন রজনী।


Comments

আনোয়ার সাদাত শিমুল's picture

সন্ন্যাসী'জি এবার রজনীতে বন্দী হলেন কেনো? নাকি পীরিতের বাজার ভালো না!

সংসারে এক সন্ন্যাসী's picture

ছড়াটি লিখেছি নিপীড়িত (নাকি নি-পীরিত?) জনতার কথা ভেবে আর আপনি তা চাপিয়ে দিতে চাইছেন আমার ওপরে! মন খারাপ

নাকি ছড়ার শেষে, আপনার গল্পের শেষে যেমন, লিখে দিতে হতো "কাল্পনিক"? চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

আনোয়ার সাদাত শিমুল's picture

কাম-রাঙা হওয়ার জন্য সন্ন্যাসীজি রাত-দিন বাছাই করবেন, সেটা এন্টেনার বাইরে ছিল, গুরু।
আর এখনও আবিয়াইত্যা হওয়ায় এইসব কাম-রাঙা, নী-পীরিত, গোল-রুটি; সব কিছুই কল্পনা। কেবলই কল্পনা আর হাহাকার। মন খারাপ

[অই লেখার নিচের নোটটুকু সংবেদনশীল ভাবমূর্তিসম্পন্ন সুশীলদের জন্য লেবেঞ্চুচ, আর কিছু না হাসি ]

দ্রোহী's picture

দিনের বেলায় ঝামেলা অনেক, কত্তো লোক আশেপাশে ! রজনী হলে মন্দ হতো না।


কি মাঝি? ডরাইলা?

সংসারে এক সন্ন্যাসী's picture

আমারও তো সেই কথা। আমার তো মনে হয় ভ্যালেন্টাইন ডে না হয়ে হয়ো উচিত ছিলো নাইট উইদ ভ্যালেন্টিনা হো হো হো

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

স্বপ্নাহত's picture

গুরু,দুর্দান্ত।

কিন্তু আমার মত যারা বুকে একটা আস্ত নদী নিয়া ঘুরে তাগোর জন্য তো দিন রাত সবই সমান মন খারাপ

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
বুকের মধ্যে আস্ত একটা নদী নিয়ে ঘুরি

---------------------------------

বাঁইচ্যা আছি

সংসারে এক সন্ন্যাসী's picture

বুকে নদী থাকলে স্নান করতে আসবে অনেকেই। চিন্তার কোনও কারণ নেই।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

রাতুল's picture

২০২৫সাল। সন্ন্যাসীর ডাকে তখন ভ্যালেন্টাইন রজনী পালিত হওয়া শুরু হয়েছে-------------------------

অনেক পরে অনেক করে,
করে সবকে মাত,
ভ্যালেন্টাইন বদলে এলো
সেকসি ভ্যালেন রাত।

সবই ছিলো সবই ভালো
একটা কেবল শর্ট,
ভ্যালেন আছে সজনী নেই
সন্ন্যাসী পুরা কট।

সংসারে এক সন্ন্যাসী's picture

প্রয়োজন যেই হবে তক্ষুণি
সজনী থাকবে পাশে,
রজনী হোক বা দিবাকালই হোক -
তাতে কী বা যায় আসে? চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

রায়হান আবীর's picture

ঝটিল।

সংসারে এক সন্ন্যাসী's picture

হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সুমন চৌধুরী's picture

সাধু সাধু



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

সংসারে এক সন্ন্যাসী's picture

আমি আর কতো সাধু হবো? হো হো হো

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

কনফুসিয়াস's picture

জাঝা
-----------------------------------
যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

সংসারে এক সন্ন্যাসী's picture

হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

মাহবুব লীলেন's picture

সোনা বন্ধু তুই আমারে
ভোতা দাও দিয় কাইট্টা লা
পিরেতে কাঁথা দিয়া
যাইত্যা ধইরা মাইরা লা?
(সংগৃহিত ভারোত্তলন দিবসের বাণী)

সংসারে এক সন্ন্যাসী's picture

এই গানের সবচেয়ে দুর্দান্ত দু'টি চরণ হচ্ছে:
উপরতলায় টানিয়া গুণ
বৈঠা মারো নিচতলায়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সুমন চৌধুরী's picture

ঠিক এই কথাটাই আমি কইতে চাইছিলাম চোখ টিপি



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

সংসারে এক সন্ন্যাসী's picture

Great men think alike দেঁতো হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

লুৎফুল আরেফীন's picture

হুমম

___________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"

সংসারে এক সন্ন্যাসী's picture

হুমম হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সুজন চৌধুরী's picture

জবর
___________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

সংসারে এক সন্ন্যাসী's picture

জবর না কইলে খবর আছিলো হো হো হো

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অতন্দ্র প্রহরী's picture

(দীর্ঘশ্বাস) ভ্যালেন্টাইন দিবসই এখন পর্যন্ত পালন করা হল না, রজনী তো বহুত দূর কা বাত! মন খারাপ

আপনার সৌভাগ্যের কিছুটা ধার দেন না?! হাসি
_______________
বোকা মানুষ মন খারাপ

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.