বিবৃতি

নজমুল আলবাব's picture
Submitted by albab on Sun, 01/09/2019 - 7:30pm
Categories:

বরং তুমি নিজেকে প্রত্যাহার করো।
এই সংঘ এই আনন্দ এবং মনভালো
পেছনে ফেলে মৌন হও, হও একা।

মানুষের মাঝে আলো থাকে, তুমি
তাই আঁধারে হও নির্জন, নির্জন হও।

অনেকের মাঝে থেকে একা হয়ে যাও।
আলো থাকুক, কোলাহল থাকুক উজ্জল
মানুষদের জন্য। তুমি ফিরে যাও প্রচ্ছায়ায়।

তুমি নিজেকে প্রত্যাহার করে নাও,
এই সংঘ এই আনন্দ এই মনভালো
থেকে নিজেকে সরিয়ে নাও আলবাব।


Comments

এক লহমা's picture

কিন্ত, কেন? কেন এই সরে যেতে চাওয়া? মন খারাপ

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

করবী মালাকার's picture

চলুক

কনফুসিয়াস's picture

কবিতার সাথে একমত অপু ভাই। মাঝে মাঝে ঘুম ভেঙ্গে মনে হয় পুরা দুনিয়াটা একটা বাজার হয়ে গেছে, ঘর বাড়ি আর নাই।

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

সোহেল ইমাম's picture

সরিয়ে নেওয়া কেন?

---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।

guest_writer's picture

কেন জানি আপনার লেখাটা পড়ে প্রিয় কবি আবুল হাসানের পংক্তিমালা মনে পড়ে গেলঃ
“ঝিনুক নীরবে সহো
ঝিনুক নীরবে সহো,
ঝিনুক নীরবে সহে যাও
ভিতরে বিষের বালি,মুখ বুঁজে মুক্তা ফলাও!”

স্বরূপ-সন্ধানী

অতিথি লেখক's picture

ভালো লাগে নাই।

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.