গোল হয়ে দ্যাখো

অতিথি লেখক's picture
Submitted by guest_writer on Thu, 28/03/2019 - 8:23pm
Categories:

অগ্নিকাণ্ডে বা ভূমিকম্পে
পুড়লে ভবন কাঁপলে ভূতল
ধ্বসলে দালান মরলে মানুষ
গোল হয়ে দ্যাখো, গোল হয়ে দ্যাখো

ঐ ভোঁভোঁ শোনো আসছে পুলিশ
দমকল গাড়ি পানির যোগান
জায়গা দিও না, ভিড় করে থাকো
ওরা কি তোমার চেয়ে বেশি বোঝে?
ককখোনো না গো, ককখোনো না গো
গোল হয়ে দ্যাখো

ফোন উঁচু করে ছবি তুলে নাও
দৃশ্য বাগাও বা ধারাভাষ্য
ফেসবুকে দাও গরমাগরম
বুড়ো আঙুলের স্তুপ জমা করো
অ্যাম্বুলেন্সে কী বা যায় আসে
ওর জায়গাটা তুমি জুড়ে থাকো
গোল হয়ে দ্যাখো

মনে রেখো তুমি কন্ডমছেঁড়া
আয়োডিনহারা সচেতন লোক
সর্বদা তুমি ভিড়ে বসে মাপো
কার কাজ ঠিক, বেঠিকই বা কে গো
সারাক্ষণ তুমি রায় মুখে নিয়ে
পাছার পাহাড়ে সূর্যটা ঢাকো
গোল হয়ে দ্যাখো, গোল হয়ে থাকো

পুলিশ মেডিক দমকল সব
চুরি করে আর তুমি চুরি ধরো
বিনা পয়সার চৌকিদারিতে
তুমি পালোয়ান তুমি মহীয়ান
তুমি গোল হয়ে ভিড় না জমালে
পৃথিবী কি ঘোরে তিনশত ষাট
ডিগ্রি ফি দিনে ঠিকমতো, নাকি
দু'চার ডিগ্রি ফাঁকি দিয়ে যায়?

ঝুঁকিতে কি লাভ? গোল হয়ে থাকো
আরমাগেডনে হামাগুড়ি দিয়ে
হাতে ছাই ডলে বার্নল মাখো।

-আবুল খায়ের


Comments

স্যাম's picture

গুরু গুরু

নজমুল আলবাব's picture

চমৎকার

সত্যপীর's picture

ঠিক আছে।

..................................................................
#Banshibir.

এক লহমা's picture

চলুক

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

উদাসী.'s picture

পছন্দ,মন্তব্য,ছড়িয়ে দেওয়া ছাড়া জীবন এখন অসম্পন্ন।

অতিথি লেখক's picture

ঘটনাগুলি প্যাথেটিক। কিন্তু কবিতাটা সুবিধার হয় নাই। (উবাইদুল্লাহ রাফী)

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.