পরাণ কথা

এক লহমা's picture
Submitted by ek lohoma [Guest] on Mon, 21/01/2019 - 1:46am
Categories:

ও চোখ ভরালে জলে
বানভাসি হৃদয়ের কূল।
যা কিছু গোছানো কথা -
লহমায় হয়ে গেল ভুল।

ও নয়ন উদাস হলে
এ দুনিয়া ধূসর বিরান।
আলগা আঙ্গুল খোলে
নির্মম অভিমান!

ঝিকোলে হাসিতে
ও চোখ, সমস্ত তোলপাড়!
রাতের সমুদ্র জুড়ে
জ্যোছনার অপার সাঁতার !


Comments

ষষ্ঠ পাণ্ডব's picture

ক্যাটেগরিতে 'গান' যোগ করুন।

আমি সুরকার না, তবু কবিতাটি পড়তে গিয়ে মাথায় অস্পষ্ট সুর টোকা দিয়ে যাচ্ছে অনেকটা 'সিন্ধু খাম্বাজ'-এর মতো। টপ্পা হলে মনে হয় মন্দ হয় না।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

এক লহমা's picture

গুরু গুরু ক্যাটেগরিতে 'গান' যোগ করে দিলাম। হাসি
'সিন্ধু খাম্বাজ'- সম্ভব।
টপ্পা - চলতেই পারে!
কথা হচ্ছে, সুর বসাচ্ছেন কে?

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

হিমু's picture

আপনি "ইয়ে শাম মাস্তানি মাদহোশ কিয়ে যায়" শুনতে শুনতে লেখেননি তো দেঁতো হাসি ?

পঞ্চাশ বছর আগের সুরগুলোকে কিন্তু নতুন কথা গুঁজে চক্রায়ন (recycle) করা যায়। এমনকি পুরনো কথা গুঁজেও করা যায়। হ-য-ব-র-ল-র "নিঝুম নিশুতি রাতে একা শুয়ে তেতলাতে খালি খালি খিদে পায় কেন রে"টা যেমন হেমন্তের "কাজল নদীর জলে" দিয়ে বেশ চালিয়ে দেওয়া যায়।

এক লহমা's picture

নাঃ সেটা করা হয় নি। হাসি

সুর নিয়ে আমার কোন কথা নেই। আমি গানটা শুনতে চাই। দেঁতো হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

ষষ্ঠ পাণ্ডব's picture

আমি 'ইয়ে শাম মাস্তানি'র সুরে মনে মনে গেয়ে দেখলাম। বেশ খাপ খায়!


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

এক লহমা's picture

মানে, 'আকাশ কেন ডাকে' হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

ষষ্ঠ পাণ্ডব's picture

ঠিক!


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

আয়নামতি's picture

চমৎকার!

লহমাদার এই কথায় সুর বসিয়ে হিমুভাই না পাণ্ডবদা, কে গাইবেন ঠিক করেন জলদি। বিজ্ঞাপনের দায়িত্ব আমার দেঁতো হাসি

এক লহমা's picture

 হ, জলদি! দেঁতো হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

ষষ্ঠ পাণ্ডব's picture

পাণ্ডব Gun গাইতে পারে, 'গান' নয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

আয়নামতি's picture

ইয়ে, মানে...

কোপার্নিকীয়_ভাইরাস's picture

বাহ বেশ ভালে লাগলো! হাততালি লিখে যান। আর সচলের নতুন সদস্য (পেন্ডিং) হিসেবে প্রথম মন্তব্য আপনাকে দিয়ে শুরু হলো।

এক লহমা's picture

ধন্যবাদ!। চেষ্টা করব নিশ্চয়ই। হাসি

সচলায়তনের মিথষ্ক্রিয়ায় আন্তরিক স্বাগতম!

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

আব্দুল্লাহ এ.এম.'s picture

এমন সুন্দর একটা গীতিকবিতা উপহার দেয়ার জন্য আপনাকে কী উপহার দেয়া যায় ভাবছি।

এক লহমা's picture

এই যেমন ধরেন, এই কবিতাটাকে গেয়ে ফেলা! দেঁতো হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

অতিথি লেখক's picture

পদ্যের আশ্রয়েই আছেন আজকাল! আপনার গদ্য কিন্তু আমার বেশ লাগে। মাঝে মাঝে ওইদিকটাতেও একটু নজর দিয়েন।

---মোখলেস হোসেন

এক লহমা's picture

হা হা হা হা! মনে থাকবে। আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

নীড় সন্ধানী's picture

Quote:
ও নয়ন উদাস হলে
এ দুনিয়া ধূসর বিরান।
আলগা আঙ্গুল খোলে
নির্মম অভিমান!

মোহাম্মদ রফির কন্ঠে এই অংশটুকু যেন শুনে ফেললাম কানযন্ত্র বাজিয়ে হাততালি

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

এক লহমা's picture

কি আর বলব, অনেক আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

ষষ্ঠ পাণ্ডব's picture

অথবা মাহমুদউন্‌নবী'র গলায়ও শুনতে পারেন কানযন্ত্র বাজিয়ে।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

এক লহমা's picture

ঘ্যাচাং

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সোহেল ইমাম's picture

আশ্চর্য আমারও মনে হলো এটা হয়তো গানই হবে। একটু সুরের ছোঁয়া দিয়ে দেখবেন কি একলহমা?

---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।

এক লহমা's picture

ধন্যবাদ সোহেল ইমাম।
আমি একেবারেই অসুর। তাই, সুরের কাজ০টা আমায় দিয়ে সম্ভব নয়।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.