জানি

এক লহমা's picture
Submitted by ek lohoma [Guest] on Tue, 13/11/2018 - 2:02pm
Categories:

[ বলিনি কখনো?
আমি তো ভেবেছি বলা হয়ে গেছে কবে।
- শূন্যের ভিতরে ঢেঊ / শঙ্খ ঘোষ ]

শুধু দোষারোপ -
কি শুনিনি, কি জানিনি, কি বুঝিনি
কত খতিয়ান তার।
চরাচর ভাঙ্গা ঢেউ
শূন্য তাই, ভাষাহীন
তোমার বোধের অহংকার।
সকলেই চেয়েছে আশ্রয় -
পেয়েছে কি?
দিয়েছ কি, পারতে যা তুমি?
কি বলেছ, কি বলনি
সে কথা এখন বলে
কোন পাপ খণ্ডাতে চাও?
যবনিকা পড়ে গেলে
সহস্র ঢেউয়ের অতলান্ত যোগফল
শূন্যতাই।


Comments

অতিথি লেখক's picture

ভালো লাগলো, কবিতাটি।

স্নেহাশিস রায়

এক লহমা's picture

অনেক ধন্যবাদ!

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

অতিথি লেখক's picture

আমারও ভালো লাগলো। কবিতা পর্ব চলুক কিছু দিন।

---মোখলেস হোসেন

এক লহমা's picture

যদি লেখাটা কবিতা হয়ে ওঠে, যদি সে কবিতা সচলায়তন মডারেশন পার হয়। অনেক ধন্যবাদ উৎসাহ দেয়ার জন্য।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

হিমু's picture

আপনাকে গান লিখতে অনুরোধ করি। এখন বাংলায় ভালো গান খুব কম লেখা হয়। এ ধারাটা আরেকটু পুষ্ট হওয়া প্রয়োজন।

এক লহমা's picture

"এখন বাংলায় ভালো গান খুব কম লেখা হয়।" - সেইটা আমারও মনে হয়। কিন্তু সেই সাথে এটাও মনে হয় যে আসলে কি আমি আমার কম-জানা আর স্মৃতিকাতরতার থেকে এই রকম ভাবি? আপনার কথা থেকে মনে হচ্ছে যে আমার অভাববোধটা আমার অক্ষমতার কারণে নয়।

গান লেখা - খুব ইচ্ছে করত। এক সময় খুচরো চেষ্টাও করেছি। নিজে গাইতে পারি না বলে মন লাগিয়ে কাজ করা আর হয়নি। আজ যদি আপনার মত গায়ক-বন্ধুর উৎসাহ পাওয়া যায়, মরার আগে বুড়া বয়সে আর একবার চেষ্টা দিতে সাধ হচ্ছে।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

ষষ্ঠ পাণ্ডব's picture

গান লিখতে গেলে নিজেকে গাইতে জানতে হবে কেন? গীতিকবিতা তো কবিতার একটা প্রতিষ্ঠিত ধারা। ভালো গীতিকবিতা পেলে সুরকারেরা ঠিকঠাক সুর বসিয়ে দিতে পারবেন। আপনার মনের ভেতর যে গীত তৈরি হচ্ছে সেটাকে সাদাকালোয় ফুটিয়ে তুলুন।

আমি প্রায়ই পুরনো বাংলা গান (চলচ্চিত্রের বা আধুনিক) শুনি। সেগুলোর সুর বা গায়কী যেমন হোক, অধিকাংশ ক্ষেত্রে গানের কথা বেশ সমৃদ্ধ থাকে (এবং সেখানে দেশীয় বাদ্যযন্ত্রের চমৎকার প্রয়োগ থাকে)। একটু খোঁজ নিলে দেখা যায় সেগুলোর গীতিকার তখনকার প্রথম সারির কবিরা। এখন সেই রামও নাই, সেই অযোধ্যাও আর নাই। এর কারণ নিয়ে রিটন ভাই একবার লিখেছিলেন। গীতিকবিদের বঞ্চনা যতোই থাকুক, তাই বলে কি একজন কবি গীত রচনা করবেন না!


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

কর্ণজয়'s picture

ভাল লাগলো। কবিতার অনেক সংজ্ঞা আছে। একটা সংজ্ঞা আছে, কবিতাটা নিজের সাথে নিজের কথোপকথনের মত। নিজের সাথে নিজের বোঝাপড়া। অনেকটা সৈয়দ হকের ভাষায়- অন্তর্গত সংলাপ। যা দীর্ঘ ও গভীর অনুসঙ্গগুলোর জমাট একটা চেহারা। আলতো উচ্চারণের পেছনেও গভীর কোন অভিজ্ঞতা লুকিয়ে থাকে। আর এজন্যই একটা কবিতা, আমাদের কোন গল্প বলে না, আমাদের ভেতরে নিয়ে যায়, তার অতল থেকে জীবনের গল্পের জন্ম দেয়।
এ কথাগুলো কেন লিখলাম জানি না। জানি না তাও নয়, আপনার কবিতাটা ভাল লাগলো। কবিতা মনে হলো। কেন মনে হলো, এটা কবিতা হয়েছে? তার উত্তর খুঁজতে গিয়ে এই বকবকানি----

এক লহমা's picture

হাঃ-হাঃ-হাঃ-হাঃ, মন্তব্য ভালো লাগল।
আর হ্যাঁ, কবিতায় নিজের সাথে নিজের বোঝাপড়া ত থাকেই। পাঠক সেটাকে পড়ে তাঁর বোঝাপড়ায় বুঝে নেওয়ার পর সেই কবিতা-টা পাঠকের হয়ে যায়। এই পর্যায়ে এসে লেখকের কবিতা আর পাঠকের কবিতা আলাদাও হয়ে যেতে পারে। (আমিও বকবকানি করে নিলাম! হাসি )

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

ষষ্ঠ পাণ্ডব's picture

Quote:
যবনিকা পড়ে গেলে
সহস্র ঢেউয়ের অতলান্ত যোগফল
শূন্যতাই।

একদম শেষে এসে বাড়িটা মেরে দিলেন বস্‌!


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

এক লহমা's picture

মূল কবিতা [শূন্যের ভিতরে ঢেঊ / শঙ্খ ঘোষ ]-এর বিপরীতে এই অবস্থান-টা এই কবিতার ধ্রুব-বিন্দু। তাই এইটা দিয়াই শেষ হৈল হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

আয়নামতি's picture

কবিতা ব্যাপক পছন্দ হয়েছে দাদাই। গান লেখার পুরনোঅভ্যাস ফিরিয়ে আনা এখন সময়ের দাবী। বুঝচ্ছো? বুঝচ্ছো?

এক লহমা's picture

বুঝিচ্ছি, বুঝিচ্ছি। দেঁতো হাসি আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সোহেল ইমাম's picture

চলুক

---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।

এক লহমা's picture

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

অতিথি লেখক's picture

কবিতাটি পড়ে ভাল লাগল। -তালাল উদ্দিন।।

এক লহমা's picture

ধন‍্যবাদ, তালাল উদ্দিন!

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.