একটি ইঁটের আত্মজীবনী

মৃদুল আহমেদ's picture
Submitted by mridul ahmed on Wed, 18/07/2018 - 11:17am
Categories:

দুশো সতের তলা বাণিজ্যিক ভবন থেকে পড়তে পড়তে ইঁটটি ভাবছিল, আজ কেউ মারা না যাক।

কিন্তু একশো আটানব্বই তলায় প্রিয়তম স্বামীটি তখন প্রাইভেট সেক্রেটারির অন্তর্বাসের ফিতের জট খুলছিল।

আর একশো বিয়াল্লিশ তলায় প্রবল আশাবাদি তরুণটি সিলিংফ্যানে বাঁধছিল গলার দড়ির অপর প্রান্ত।

ওদিকে বিরাশি তলায় কমিটির নির্বাচনী মিটিংয়ে মারামারি। ভাঙা কাঁচের গ্লাস। তোবড়ানো এজেন্ডা। থুতনিতে কালশিটে।

এবং তিন সন্তানের স্নেহময় পিতা ভেজাল বেবিফুড আমদানির কাগজে স্বাক্ষর করছিল একচল্লিশ তলায়।

ইঁটটি তাই নিয়তির মতোই নেমে এল।
আট বছরের বালকটির মাথায়।

মৃত্যুমুহূর্তে বালকটি শুনল ইঁটটির ফিসফিস বরাভয়।
--খুব বাঁচা বেঁচে গেলি বাপ!

কৃতজ্ঞচিত্তে মাথা পেতে ইঁটটিকে মেনে নিল সে।


Comments

সোহেল ইমাম's picture

আমার পড়া সেরা অনুগল্প

---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।

মাহবুব লীলেন's picture

আহা

অতিথি লেখক's picture

দারুণ! তবে শেষ লাইনটা কেমন যেন 'নটে গাছটি মুড়োলো'র মতো লাগলো।

--মোখলেস হোসেন

অনার্য সঙ্গীত's picture

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

জাহিদ হোসেন's picture

দুর্দান্ত অনুগল্প। জবাব নেই। শেষের লাইনটা না থাকলে মনে হয় বেশী ভালো লাগতো।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

নজমুল আলবাব's picture

আনিসুল হকের প্রথমদিকের একটা উপন্যাস মনে পড়লো।

অতিথি লেখক's picture

আসলেই দারুণ !কত অল্পতেই কত কিছুই না বলে দিলেন !
সিল্ককটন

মন মাঝি's picture

****************************************

আয়নামতি's picture

দারুণ!

শেষ লাইনটার পাখা থাকলে বেশ হতো(নাদান পাঠের মত)।

অতিথি লেখক's picture

দারুণ অ্নুগল্প।

এক লহমা's picture

শেষ লাইনটা বাদ দিয়ে বাকীটা চমৎকার!

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

রণদীপম বসু's picture

হ ! যাক্, ছেলেটা মরলেও অন্তত চোখটা বেঁচে গেলো !!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অতিথি লেখক's picture

দারুণ অণুগল্প। পড়ে মুগ্ধ হলাম। ক্যাটাগরি কবিতায় কেন? (বাকপ্রবাস)

পলি দেব নাথ's picture

সবাই এই বালকটির মত ভাগ্যবান হয় না।

অতিথি লেখক's picture

অসাধারণ!

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.