ঝিলম

মাহবুব লীলেন's picture
Submitted by leelen on Sun, 20/05/2018 - 12:30am
Categories:

ঝিলম নামে বাংলায় কোনো শব্দ নাই। কেন নাই কে জানে। অথচ এইটা একটা বহুত দরকারি শব্দ হইতে পারত। এমনকি যেইসব অঞ্চলের মানুষেরা ‘জাড়ুর জ’ কইয়া ঝ বর্ণ চিনায় তারাও কিন্তু শব্দটারে এক উচ্চারণেই বুঝাইতে পারত অন্যদের। কিন্তু তারপরেও কেন যেন শব্দটা বাংলা ভাষায় ঢোকায় নাই কেউ…

কাশ্মীরে নাকি একটা নদী আছে এই নামে; হয়ত তার কোনো অর্থও আছে; কিন্তু নদীফদির নামের লগে রূপকথা থাকে; তাই কাশ্মীরের নদী থাইকা শব্দটারে তুইলা বাংলার ডাঙায় ফালাইলে এর ল্যাঞ্জা ধইরা তার রূপকথাও হয়ত চইলা আসত বাংলার ভিতর। তাতে কোনো সমস্যা নাই কিন্তু কিছু ঝামেলা আছে। মানে বিদেশি গম হাঁড়িতে ফালায়া সিদ্ধ দিলে তা যেমন ভাতও হয় না; খাওনও হয় না; বরং গমেরে খাইতে হয় বিদেশি সিস্টেমে গুড়ানি-ভিজানি-মাখানি-বেলুনি ও ভাজুনির পর; অবশ্য যদি না তাওয়ার বেসামাল তাপে তা পুইড়া যায়…

তার থিকা ঝিলমটা সরাসরি দেশি শব্দ হইলেই ভালো হইত; তাতে যদি কেউ গুগলপনা দিয়া আঁতলামিও করে তবে বইলা দেওয়া যাইত যে কাশ্মীরে ঝিলম একটা নদীর নাম আর বাংলার ঝিলম একখান খাঁটি বিশেষণ। এর মানে হইল…

মানেটা কিন্তু ইচ্ছামতো চাপায়া দেওয়া যায়; দেশে বিদেশে আপনের হাত যদি লম্বা হয়; তাইলে ঝিলম কথাটার বীজ কিন্তু আপনে গণভবন কিংবা বঙ্গভবনেও রোপণ কইরা দিতে পারেন…

ধরেন গিয়া ভ্যাটিকানের পোপ বাংলাদেশে আসার আগে কার্ডিনাল ডি কস্টা যদি তিনারে বলতেন- ঝিলম কথাটা শুনলে বাঙালিরা খুবই সম্মানীত বোধ করে পিতা; তাইলে রাষ্ট্রপতির লগে হাত মিলাইতে মিলাইতে তিনি ভাঙা বাংলায় কইতেন- বাংলাডেস এখটি অটি উট্টম ঝিলম ডেস; তাইলে সেইটারে বঙ্গভবনের কেরানিরা এক্কেবারে সার্টিফাইড বাংলার মর্যাদা দিয়া দিতো। আবার যদি তিনি প্রধানমন্ত্রীরে কইতেন- মিয়ানামরের ঝিলম চাই; তাইলে গণভবনের বিবৃতিতে ঢুইকা এর অর্থ যেমন বদলাইত; তেমনি সর্বধর্ম প্রার্থনার সময় তিনি ঈশ্বরের কাছে ঝিলম চাইয়া বসলে কিন্তু কথাটার অর্থ এক্কেবারে অন্য কিছু হইত…

আবার যদি ড ইউনুস সাবে ঝিলম শব্দটা কোনো বিদেশি বর্গারে ধরায়া দিতেন আর সেই লোক যদি অর্থমন্ত্রীর কাছে সেইটা বলত; তবে মালসাব পাল্টা বিবিৃতি দিতে গিয়া কিন্তু ঝিলম কথাটারে অর্থনৈতিক পরিভাষার ভিত্রে চালু কইরা দিতেন…
অন্যদিকে ‘তোর ইয়ের ভিত্রে ঝিলম ঢুকায়া দিমু’ হিসাবে শব্দটারে যদি আমরা নায়ক মান্না কিংবা ডিপজলের মুখে পাইতাম; কিংবা কথাটা যদি ‘টাকা দিয়ে ঝিলম কেনা যায় না’ হিসাবে শাকিব খানের মুখে পাইতাম; তাইলে অর্থ ভিন্ন কিছু হইত…

আর যদি গণজাগরণ কিংবা কোটা আন্দোলনে কেউ ঝিলম কইত আর যদি হাছান মাহমুদ কিংবা মতিয়া চৌধুরী তার কাউন্টার দিতেন; কিংবা যদি বাংলার জঙ্গিরা ক্রসফায়ার খাইবার আগে কালো ব্যানারে সাদা অক্ষরের আরবির লগে ঝিলম শব্দটা যোগ কইরা দিতো; তবে কিন্তু পুলিশের কপিপেস্ট বিবৃতির মাধ্যমে নব্য ঝিলমবাদ নামে একখানা হোম গ্রোন আন্তর্জাতিক দর্শনের সন্ধান পাইতাম আমরা…

কিন্তু কেন জানি তারপরেও ঝিলম কথাটারে কেউ বাংলায় ঢোকায় নাই; চাঁপাইনবাবগঞ্জে ঝিলিম নামে একখানা ইউনিয়ন আছে; এইটার কোনো অর্থ আছে কি না আমি জানি না। আর থাকলেও সেইটার অর্থ যদি বিকট বিস্বাদ কিছু হয় তবে অবাক হইবার কিছু নাই; কারণ নামগুলার ঝামেলা হইল যারে যেই নামে ডাকা হয় সে তার নিজের নাম রাখে না ববং যারা ডাকে তারই ঠিক করে কোন জাগারে ঠ্যাঙ্গামারা ডাকবে আর কোন জাগারে ডাকবে বোদা…

সুতরাং ঝিলিম থাইকা ইকার ফালায়া ঝিলম শব্দটা গ্রহণে আমার কিছু আপত্তি আছে; বিশেষত চাঁপাইনবাগঞ্জের নামের ভিত্রেও যেইখানে বহুত ঝিলম আছে। তারা নিজেরা বলার সময় জেলার নাম চাপাই কইলেও সরকার বহুদিন ধইরা তাগোরে কইয়া আসতে আছে তোরা কিন্তু নবাবগঞ্জি হস মামুর বেটা…

আমার বরং মনে হয় বাংলা বাক্য রচনা করিতে পারার পরীক্ষা দিতে বইসা আবিষ্কৃত এই ঝিলম কথাটা বরং মমতাজের গলায় ঢাইলা দিয়া সার্বজনীন কইরা তোলা যায়;
ঝিলম একটা গোল্লিফ সিগারেট….


Comments

অতিথি লেখক's picture

এতদিন পরে আইসা লেখা দেওয়ার নামে খুব ঝিলম দেখাইয়া গেলা লীলেন।

--- মোখলেস হোসেন

মাহবুব লীলেন's picture

টেস্ট করলাম বাংলা বাক্য রচনা করতে পারি কি না

সোহেল ইমাম's picture

একেবারে ঝিলম ঝিলিম লেখা। চলুক

---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।

মাহবুব লীলেন's picture

হ ঝিলম; শব্দটা কেন জানি মাথায় চক্কর দিয়া উঠল

আব্দুল্লাহ এ.এম.'s picture

ঝিলম? নাকি ঝামেলা?

মাহবুব লীলেন's picture

ঝামেলা শব্দটাতো বাঙালি জাতি জন্মানোর আগেই তৈরি হইছে; ওইটা নিয়া কথা বলার বিদ্য আমার নাই

কর্ণজয়'s picture

সরেশ, ভাবেক, গোল্লিফ সিগারেট….লেখা

মাহবুব লীলেন's picture

গোল্লিফ যুগ খুব মিস করি

অনার্য সঙ্গীত's picture

ঝিল কি একটা বাংলা শব্দ? যতদূর মনে করতে পারি সাতক্ষীরার দক্ষিণ-পশ্চিমে পুকুরের বড় সংস্করণকে 'ঝিল' বলে। শব্দটা বোধহয় দিঘী'র সমার্থক। শব্দটার আরো সুন্দর ব্যাখ্যা হয়ত থাকবে, তবে সে আমার জানা নেই। স্মৃতি এই মুহূর্তে সঙ্গে দিচ্ছে না। মা-কে জিজ্ঞেস করে জেনে নিয়ে এই মন্তব্যটা সম্পাদনা করে যাবো।

ঝিলম শব্দটা শুনেই কেন জানি আমার ঝিল এবং পদ্মের কথা মনে হলো।

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

মাহবুব লীলেন's picture

ঝিল তো বাংলা শব্দই। লেক। আপনা আপনি তৈরি হওয়া জলাশয়। আর দিঘি বানানো জিনিস

ষষ্ঠ পাণ্ডব's picture

ডোবা < পুকুর < দিঘী < ঝিল < বিল < বাওড় < হাওড়। প্রথম তিনটা কৃত্রিম, পরের চারটা প্রাকৃতিক। প্রথম তিনটা নদীর সাথে সম্পর্কবিহীন, শেষের তিনটা নদীর সাথে সম্পর্কযুক্ত। চতুর্থটার সাথে নদীর অতীত সম্পর্ক ছিল, পরে সম্পর্ক হারিয়ে ঝিল হয়ে যায়। প্রথম চারটা চারপাশে বদ্ধ, পরের তিনটা কোন না কোন ভাবে নদীর সাথে যুক্ত। এগুলোর কোনটা হ্রদ নয় - প্রথম চারটা গুড়াগারা বলে, আর পরের তিনটা শুকনো মৌসুমে প্রায় পুরোপুরি শুকিয়ে যায় বলে। হ্রদ মুক্ত বা বদ্ধ হতে পারে; কৃত্রিম বা প্রাকৃতিক হতে পারে; নদীর সাথে সম্পর্কযুক্ত বা সম্পর্কবিহীন হতে পারে; তবে হ্রদে সারা বৎসর মোটামুটি একই মাত্রার পানি থাকবে। নদ, নদী, উপনদী, শাখানদী, খাল (আইল বেঁধে বা খনন করে) এবং নয়ানজুলি এই সিরিজের বাইরের জিনিস।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

অনার্য সঙ্গীত's picture

আপনারা দুজন এবং আপনাদের স্মৃতি দীর্ঘজীবন লাভ করুন। আমার স্মৃতি খানিকটা বিভ্রান্ত ছিল বলে ঝিল শব্দটার বিস্তারিত মনে করতে পারছিলাম না কাল। অবশ্য এতটা ব্যাখ্যা জানতামও না। অর্থটা জানতাম। স্মৃতি-ঝালাই হয়ে গেল আজ।

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

মাহবুব লীলেন's picture

আমি তো খালি বাক্য রচনা করছি। কিন্তু পাণ্ডবদা যে একই সাথে ডোবা বিশেষজ্ঞ সেইটা জানাটাই আসল লাভ

অনার্য সঙ্গীত's picture

আমার দৃঢ় বিশ্বাস, পাণ্ডবদা আরো অনেক কিছু জানে!

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অতিথি লেখক's picture

তাহলে পাগার কোনটা? মান্দাই বা কী!

---মোখলেস হোসেন

ষষ্ঠ পাণ্ডব's picture

পাগার/টাগার = ঝিল। 'মান্দাই' শব্দটা এই প্রথম শুনলাম। নদী সিরিজে আরেকটা জিনিস আছে - সোঁতা।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

ষষ্ঠ পাণ্ডব's picture

@মাহবুব লীলেনঃ আমি 'ডোবা বিশেষজ্ঞ' হতে যাবো কোন দুঃখে! ওসব হতে গেলে পানিবিদ্যার ইশকুলে পড়তে হবে। আমি যতগুলোর নাম বললাম সেগুলোর প্রত্যেকটা আপনিও দেখেছেন, আমিও দেখেছি। অনার্য সঙ্গীতও দেখেছে। কিন্তু আপনারা স্মৃতি হাতড়াননি; আমি কেবল নামগুলো মনে করে করে বললাম।

সংযোজনঃ 'কাছা' নামের একটা আঞ্চলিক শব্দ আছে। এখানে 'ছ'এর উচ্চারণ চ-বর্গ ও দন্ত-বর্গের মাঝামাঝি হবে। এই কাছা ডোবা অর্থে, মজা পুকুর অর্থে, মরা খাল অর্থে, মরা সোঁতা অর্থে হতে পারে। কাছা অবধারিতভাবে কচুরিপানাতে বদ্ধ জলাশয় এবং অগভীর। শ্যাওলা ও অন্যান্য জলজ উদ্ভিদে বদ্ধ কিন্তু গভীর - এমন পুকুর বা দিঘীকে 'আন্ধি' বলা হয়। এটাও আঞ্চলিক শব্দ।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

ষষ্ঠ পাণ্ডব's picture

@অনার্য সঙ্গীতঃ আমার নিজের বা আমার স্মৃতির কোনটারই দীর্ঘজীবন চাইনা। দুটোর একইসাথে পরিসমাপ্তি ঘটুক। ঐ পর্যন্ত তোমাদের ভালোবাসা পেলেই জীবন সার্থক।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

আয়নামতি's picture

আপনার মাথায় শব্দটা চক্কর না দিলে ঝিলম নিয়ে আমরা এতো ঝিলমিল লেখা পাইতাম না। হাসি

এক লহমা's picture

লীলেন-এর ঝিলম্বাজি! চোখ টিপি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.