রহস্যময় কুয়ান্টাম কাজের ছেলে

অতিথি লেখক's picture
Submitted by guest_writer on Tue, 27/03/2018 - 8:11pm
Categories:

মম গৃহে পালিত সে
রহস্যময় কুয়ান্টাম কাজের
ছেলে।

সারাদিন সে কি করে, কি খায়, বেড়ায় না ঘুমায়, আমি কুন খবর রাখি না।
শুধু জানি রাত্তির ঘনালে
টিভি-ফেসবুক সব বন্দো করে আমি ও আমার পত্নী প্রাণপ্রিয়া হোসনে আরা
যখন মশারি
চারখানি অসমান রশির নির্মম জট ফরমুলা ছাড়িয়ে টাঙ্গিয়ে পড়ি শুয়ে
কুয়ান্টাম কাজের ছেলে সব দ্বিধা দুর করে আচম্বিত ফুঁয়ে

দুদ্দাড় দউড়িয়ে সে অন করে মম লেপ্টপ
খুলে ফেলে সকল পাসওয়ার্ড
ঢুকে পড়ে আমার ফেসবুকে
আর ফর্সা ও কিঞ্চিৎ মাংসল রমনী আছেন যারা আমার ফ্রেন্ড
লিষ্টে
কেবল ফর্সা মুটা নন তারা, একই সাথে ভীশন বিদুষী
কুয়ান্টাম কাজের ছোকরা তাদের মেসেজ করে, চুনিয়া মুনিয়া তুমরা এইবার তবে মোরে দেহাউ তব পুশি।

জানি না কেন এ ছোড়া গ্রাম ফেলে এসেছে শহরে
গ্রামে কি বিলাই কিছু খুলা আকাশের তলে আজকাল ঘুরেঘারে না?
কেন সে কার্নিশে যত হুলুগুলু আছে তাগোরে কদাপি পুছে না
শুধু রাত্র সাড়ে বারোটায় তার বিলাইয়ের সন্ধানে ঢুকতে হয় মম ফেসবুকে
আর বান্ধবীরা শুধু ভুল বুঝে।

সকাল ঘনালে যবে জাগ্রত হোসনে আরা কাউকাউ করে
বলে মিনশে এইবার রুটিভাজি খেয়ে
তবে বেড়িয়ে পড় তব কাজে
তখন ফেসবুক খুলে হাই তুলে দেখি যত ফর্সা-মুটা বান্ধবীরা করে রাগারাগি
কেউ বলে খেলায়েত ভাই
চামড়া দিয়া চপ্পল বানাই
কেউ দেয় তার পোষ্য বিড়ালের শতেক ক্লোজাপ।
কেউ দেয় অভিশাপ।
কেউ কেউ কেন্দে বলে হোসনে আরা আপাকে সব কয়ে দেব অসভ্য ইতর ইবলিস হদ্দাফাক।
আমি হতবাক।

কিন্তু দুয়ে দুয়ে মিলে যায় চার
আতিপাতি করে খুজি কুথায় গেল সে কুয়ান্টাম কাজের ছেলে, সব দুষ যার
পাই না।
সে একই সাথে কনা ও তরঙ্গ
সকালে সে রনে দেয় ভঙ্গ
উবে যায় তার পুশিকৌতুহল সঙ্গে লয়ে, কে জানে কুথায়
কুয়ান্টাম কাজের ছেলেরা এ জগতে ভোর হলে যেখানে লীলায়
সেখানে গিয়েই হয়তো সে অন্য অন্য কুয়ান্টাম কাজের ছোকরার সাথে
বসে তার হিসাব মিলায়
কে রাখে সে খুঁজ?
নারী তুমি বড়ই অবুঝ।

------------------------------

নামঃ খেলায়েত
পেশাঃ কবি


Comments

অনার্য সঙ্গীত's picture

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

মেলা যন্ত্রণার একটা দিনে অনেকক্ষণ হাসাইলেন। আমি জানি এই লেখাটা আমি ফিরে ফিরে এসে পড়ব!
ব্লগের সেই দিন নেই আর। তবু আপনি অনেক লিখবেন সেই আশা রইল।
সচলায়তনে স্বগতম।

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

খেলায়েত's picture

আপনাকেও সচলায়তনে স্বাগতম। আপনিও কি পেশাদার কবি? আসেন একজন আরেকজনকে লাইক দেই।

হাসিব's picture

পিষে ফেল খেলায়েত!

তাসনীম's picture

হাসতে হাসতে দম বন্ধ হয়ে যাওয়ার মতো। পুরনো ব্লগ দিনের স্মৃতি মনে পড়ল।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

অনার্য সঙ্গীত's picture

আমারো পুরনো ব্লগ দিনের কথা মনে পড়ল এই লেখাটা পড়ে!

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

চরম উদাস's picture

আমারও।

অতিথি লেখক's picture

চরম উদাস ভাই আপনি এখনো আছেন?

চরম উদাস's picture

ছিলাম না। এই লেখার কারণে ফিরে আসলাম। এরকম লেখা আবার নতুন করে লেখালেখি শুরু করার অনুপ্রেরণা জাগায় হো হো হো

মেঘলা মানুষ's picture

কবিতা মারাত্মক গুল্লি

অফটপিক: @ চরম উদাস, ফিরে আসেন।
কি কি করলে আপনে আসবেন,বলেন।

নাইলে একটা লেখা নামায়ে ফেলি:

How to: কিভাবে চরম উদাসের থেকে লেখা বাইর করবেন?

  • ফেবুতে প্রচুর নারী ফেক আইডি খুলে সেগুলোতে স্ট্যাটাস দেয়া।
    "উদাস ভাইয়া আর লেখে না, আমার কিচ্ছু ভালো লাগে না। মিসিং ইয়ু !"
  • চরম উদাসের মত লিখতে পারলে ১মিলিয়ন ডলার পুরষ্কার ঘোষণা করা। তখন পুরষ্কারের লোভে আসল উদাসও দুই একটা লেখা দিবেন। (টেকটুকা কে না চায় চাল্লু )
  • সাহিত্যে নোবেল প্রাইজ কমিটি নিয়মিত সচলে চোখ রাখেন এমন খবর চাউর করে দেয়া।
  • সবশেষে, শিশুসংক্ষিপ্তনিদ্রা (কিডন্যাপ) করে এনে ভয় ভীতি দেখিয়ে, চিপা দিয়া, মুর্গ-মুসাল্লামের আর লেগ রোস্টের লোভ দিখিয়ে লেখা বাইর করা।

আরও অনেক কিছু মাথায় আছে, কিন্তু এলিমেন্ট অভ সারপ্রাইজ-টা থাকুক।

শুভেচ্ছা হাসি

অতিথি লেখক's picture

হা হা হা। ক্লাসের ব্রেকে পড়লাম। ফিরে এসে অর্থনীতির তত্ত্ব ছাপিয়ে কেবল কোয়ান্টাম তত্ত্বই ভর করছিলো মাথায়।আলোচ্য রচনার প্রধান চরিত্র আমার পছন্দের মানুষদের একজন। কিন্তু শ্রোয়েডিঙ্গারের বাক্স খোলার পর দেখতে পাচ্ছি বেড়াল মরে গিয়েছে অনেক আগেই।

----মোখলেস হোসেন

সত্যপীর's picture

হাততালি গড়াগড়ি দিয়া হাসি

আগের লেখায় পাঁচে পাঁচ দিছি এইবার দশে দশ। পরের লেখায় একশতে একশ দিবার অপেক্ষায় লুঙ্গিতে গিঁট দিয়া বসলাম।

..................................................................
#Banshibir.

রিক্তা's picture

আগের লেখার লিংক দেন। প্রতিটা লাইন কোট করার মতো। তবে নিচের দুই লাইনের তুলনা নাই:

কুয়ান্টাম কাজের ছেলেরা এ জগতে ভোর হলে যেখানে লীলায়
সেখানে গিয়েই হয়তো সে অন্য অন্য কুয়ান্টাম কাজের ছোকরার সাথে
বসে তার হিসাব মিলায়

--------------------------------
হে প্রগাঢ় পিতামহী, আজো চমৎকার?
আমিও তোমার মত বুড়ো হব – বুড়ি চাঁদটারে আমি করে দেব বেনোজলে পার
আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার ।

রিক্তা's picture

ওহ গুগুল করে পাইলাম। আহা!

--------------------------------
হে প্রগাঢ় পিতামহী, আজো চমৎকার?
আমিও তোমার মত বুড়ো হব – বুড়ি চাঁদটারে আমি করে দেব বেনোজলে পার
আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার ।

মন মাঝি's picture

ফাটাফাটি! চলুক গড়াগড়ি দিয়া হাসি

****************************************

হযবরল's picture

"খেলা‌য়েতের কুয়ান্টাম ঘুড়া" এর পরের পর্বে।

ত্রিমাত্রিক কবি's picture

অনেক দিন পরে একটা লেখা পড়ে ঠাঠা করে হাসলাম। খেলায়েতের খেলা চলুক।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

ওডিন's picture

Quote:
সে একই সাথে কনা ও তরঙ্গ

গড়াগড়ি দিয়া হাসি

অতিথি লেখক's picture

গড়াগড়ি দিয়া হাসি গুল্লি গড়াগড়ি দিয়া হাসি গুল্লি গড়াগড়ি দিয়া হাসি গুল্লি গড়াগড়ি দিয়া হাসি গুল্লি গড়াগড়ি দিয়া হাসি গুল্লি

নাহ, খেলায়েত ভাইয়ের আসলে কোন জুড়ি নাই। কি এক লেখা দিলেন ভাইডি, একদম সচলের বাঘা বাঘা-দের কমেন্ট এসে লাইন ধরে দাঁড়িয়ে গেল।

Quote:
জানি না কেন এ ছোড়া গ্রাম ফেলে এসেছে শহরে
গ্রামে কি বিলাই কিছু খুলা আকাশের তলে আজকাল ঘুরেঘারে না?
কেন সে কার্নিশে যত হুলুগুলু আছে তাগোরে কদাপি পুছে না
শুধু রাত্র সাড়ে বারোটায় তার বিলাইয়ের সন্ধানে ঢুকতে হয় মম ফেসবুকে
আর বান্ধবীরা শুধু ভুল বুঝে।

এই প্যারা-খানার তুলনা নাই। গুরু গুরু গুরু গুরু গুরু গুরু ^:)^ গুরু গুরু

অন্তরা রহমান

সত্যপীর's picture

হে কুয়ান্টাম মডু, হদ্দাফাকের ইমোটিকন এখন সুমায়ের দাবী।

(প্রচারেঃ কবি খেলায়েত সংগ্রাম পরিষদ)

..................................................................
#Banshibir.

ষষ্ঠ পাণ্ডব's picture

কবিতা পড়তে পড়তে কখনো মনে পড়ে দলছুট অথবা সবুজ ইয়ের কথা। কী ভাষায়, কী বানানে, কী শব্দ চয়নে, কী উপমায়! এমন কবিতায় উত্তম জাঝা! লেখা -গুড়- হয়েছে ম্যাঁও আইসা পড়ো বেইবে... দিয়েও মন ভরে না!


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

তারেক অণু's picture

গড়াগড়ি দিয়া হাসি লে ঘিরে লে!

নজমুল আলবাব's picture

এইটা কিতা? মানিগুনি লুকদের নিয়া কিতা চলতেছে এইসব। পতিবাদ জানায়া গ্লাম

তাহসিন রেজা's picture

হা হা হা দারুণ !!! গুল্লি

------------------------------------------------------------------------------------------------------------
“We sit in the mud, my friend, and reach for the stars.”

অলীক জানালা _________

Sandhan sharma's picture

ভালো লাগলো

এক লহমা's picture

চলুক
লাইক দিয়ে পাশে আছি। হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

আলমগীর's picture

হাততালি হাততালি হাততালি হাততালি

তানিম এহসান's picture

আহা, "একই সাথে কনা ও তরঙ্গ" কুয়ান্টাম কাজের ছেলেটাকে কি আর পাওয়া গেলোনা!

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.