রাজাকারের ভাগিনা

মৃদুল আহমেদ's picture
Submitted by mridul ahmed on Mon, 30/10/2017 - 6:05am
Categories:

রাজাকারের ভাগিনা--
তার আর কী দোষ, সে তো মামার পুরান পাপের ভাগি না!
তার ওপরে চা-বিস্কুট খাওয়ায় মিনিমাগিনা,
এই কারণেই তার ওপরে রাগতে গিয়াও রাগি না!

রাজাকারের ভাগিনা--
রক্ত খারাপ, তাই বলে তো আসামী সে দাগি না!
তার ওপরে ফ্রি টিকিটে দেখায় মুভি 'নাগিনা'!
এই কারণেই তার পিছনে লাগতে গিয়াও লাগি না!

রাজাকারের ভাগিনা--
হঠাৎ সেদিন বইলা বসে, বুঝলা নাকি ভাইডি?
একাত্তরে বালক ছিল আমার মামা সাঈডী!
তোমরা যারে সাঈডী ভাব, ডিফরেন্ট সেই আইডি!

চুপ আছিলাম, যদিও আমরা কেউ ছাগু বা ছাগী না!
স্বভাব গেছে নষ্ট হয়া, এখন তো আর জাগি না!

রাজাকারের ভাগিনা--
তার আর কী দোষ, সে তো মামার পুরান পাপের ভাগি না!


Comments

অনার্য সঙ্গীত's picture

গুরু গুরু গুল্লি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অতিথি লেখক's picture

গুরু গুরু গুল্লি কোপাইয়া দিছেন আবার । আমরা আসলেই আর জাগি না ।

মামুনুর রশীদ [ ভবঘুরে শুয়োপোকা ]
=============================
হাজার মানুষের ভিড়ে আমি মানুষেরেই খুজে ফিরি

দেবদ্যুতি's picture

ঠিক কথা। উত্তম, অতি উত্তম!

...............................................................
“আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস”

খেকশিয়াল's picture

অনেকদিন পর আপনার ছড়া পড়লাম মৃদুলদা হাসি

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর's picture

গুল্লি

______________________________________
পথই আমার পথের আড়াল

Kazi masudur rahman's picture

আসলেই মরে গেছি আমরা। চমৎকার লিখেছেন

তানিম এহসান's picture

উত্তম জাঝা!

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.