সচলমঙ্গল

সাক্ষী সত্যানন্দ's picture
Submitted by silent_watcher [Guest] on Wed, 01/07/2015 - 9:04pm
Categories:

পূর্বটীকাঃ

শোন শোন বোলগবাসী, শোন দিয়া মন।
সচলমঙ্গলেরই কথা করি গো বর্ণন।
সাক্ষী সত্যানন্দ ভনে, শোনে ব্লগবান,
সচলায়তনের কথা- অমৃত সমান!

আদিকাণ্ডঃ

বাংলাদেশের পাগলা কিছু লেখক-লেখিকা।
ভার্চুয়াল এই মধুরচাকে যেন বা মক্ষিকা।
তাদের সঙ্গে নাড়ান সাঁকোঃ পাঠক-পাঠিকা,
সরব কিংবা নীরব, সবাই খাদক-খাদিকা।

চিত্ত সেথা ভয়শূন্য, উচ্চ সেথা শির,
এই কথাটি মেনে তাঁরা, ব্লগে বাঁধেন নীড়।
সচল-হাচল-নীরব পাঠক মিলিয়া মিশিয়া-
ছাগশিশুদের আদর করেন- পেছনে কষিয়া!

গল্প-কাব্য-ভ্রমণকথা কিংবা ইতিহাস?
ছবির ছায়া? ছন্দ-ছড়া? হাস্য-পরিহাস?
হরর-সাফি? খেলার কথা? টেকের কারিকুরি?
যেটাই চাহ, এই সচলে মিলবে ভুরি ভুরি!

মধ্যকাণ্ডঃ

চা-পানের অবসরে হরর লেখে হিমু।
(চন্ডীশিরার দুঃখের কথা আমি আর কি কমু?)
ভ্রমণ করার সবার সেরা সেই যে তারেকাণু,
পাণ্ডব ভায়া ফোড়ন কাটে- চীনে গিয়েছিনু!

চরম উদাস, সুশীলেদের পেন্টু খুলে ছাড়ে,
মুখফোড় এসে সেথায় তখন ‘ভালোবাসা’ করে!
ব্যানারেতে সেরা স্যাম, এই কথাটি মেনো,
ক্যারিকেচার মানেই সুজন, সেই কথাটি জেনো।

বিজ্ঞানরাজ্যে রাজারপুত্তুর অনার্য-ওসমান।
শিক্ষানবিসেতে জোকারের লুঙিতে দ্যায় টান!
ছোট্টখুকি তিথীডোরের পোস্টে ছড়ার গাড়ি,
মতির ফেরে আয়নামতি- ফোড়ন কাটেন ভারি।

এক লহমার রঙ্গিন স্মৃতি মনটা উদাস করে,
রনি ভায়া সেই সুযোগে বন-বাদাড়ে ঘোরে।
তাসনীম-নজরুল আর শ্রীহট্টের নজমুল আলবাবে
সচল পরিবারে বাড়ে, ব্র্যান্ডের তিনটি ‘বাপে’।

রণদীপম বসু যখন ইয়োগাতে বসে,
সুহান তখন চালায় কলম- তাজের ইতিহাসে।
গিটার শেখায় সুবোধ-অবোধ, তাল ঠুকে মুর্শেদ।
দাসপার্টির ঐ সাগর সেঁচে আরও এক মোরশেদ।

থ্রিডি কবি নামেই কেবল (গদ্য লেখেন খালি!)
গবেষণায় আব্দুল্লাহ এম কেবল ফুরোন কালি।
অনেক বছর লেখে না তো রায়হান আবীরে।
(জিজ্ঞাসিলে, কেঁদে কেঁদে- দেখায় ভাবীরে!)

সুকুমারের আপন চ্যালা রিটন-স্বপ্নাহত,
সাথে মৃদুল-আকতারেতে লিখত ছড়া শত।
কবিগানের আসর মাতায়- ছন্দধারী মর্ম,
কৌস্তভের এক হিসাবে ঐ বসুটা গলদঘর্ম।

হাসিব এবং ওমর শেহাব গোছায় ইতিহাসে,
তাদের কাজে ছাগু-সুশীল আটকা পড়ে ফাঁসে!
স্পর্শ ভায়া নাড়ায় কেন বুকের ভেতরটা?
মাসুদ সজীব গুঁতিয়ে মারে ছাগুর ইতরটা!

উত্তরকাণ্ডঃ

অভিদাও ছিলেন হেথায় অনেক আগের কালে।
(ছিলেন কেন বলি? আছেন আজো স্মৃতির ঢালে।)
জুবায়ের ভাই ছিলেন অনেক সচলতার সনে,
যেওনা তাকেও ভুলে আজ এই আনন্দের ক্ষণে।

এই সচলের পাতায় এমন জমাট লোকের বাস,
সবাই হেথায়, আপন মনে- লেখার করি চাষ।
গপ্প-কথায় দিন কেটে যায়, পার হয়ে যায় মাস।
(সুযোগ পেলেই ছাগপুটুতে সবাই সেঁধোয় বাঁশ!)

এই আমাদের ছোট্টমতন বিশাল পরিবার,
এই খানেতেই স্বপ্ন দেখি সদাই বারংবার।
এসো সবাই, ভিড়টা জমাই- সচলটাকে ঘিরে।
চিত্ত থাকুক ভয়শূন্য, উচ্চ করি শিরে!

পাদটীকাঃ

সত্যানন্দ নাদান মানুষ, সীমাবদ্ধ স্মৃতি।
সবাই তারে ক্ষেমিবেন, নিবেদন ইতি।
সচলমঙ্গলের কথা অমৃত সমান।
সাক্ষী সত্যানন্দ ভনে- শোনে ব্লগবান।

০১.০৭.২০১৫


Comments

অনার্য সঙ্গীত's picture

অসাধারণ হইছে! তবে আমাকে নিয়ে পুরোটা লেখা হলে বেশি ভালো হতো! চোখ টিপি
গুল্লি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

সাক্ষী সত্যানন্দ's picture

লইজ্জা লাগে আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- লইজ্জা লাগে

অনার্য সঙ্গীত প্রাইভেট লিমিটেড খুইলা শেয়ার দ্যান, লিখ্যা দিমু খাইছে

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অনার্য সঙ্গীত's picture

প্রাইভেট লিমিটেড হইলে লেখা চাইতাম না, অনুদান চাইতাম চোখ টিপি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

সাক্ষী সত্যানন্দ's picture

হ, সেইডাই। অনুদান দ্যান, নগদে কাব্য লিখ্যা দিতাছি চাল্লু

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর's picture

সারছেন... করছেন কী!

______________________________________
পথই আমার পথের আড়াল

সাক্ষী সত্যানন্দ's picture

লইজ্জা লাগে আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- লইজ্জা লাগে

এই আরকি। সবই আপনাদের দুয়া! দেঁতো হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

স্যাম's picture

সাক্ষী সত্যানন্দ
দারুণ তার ছন্দ
হয়েছে খুব পছন্দ
নিজের নাম না থাকলেও
বলতামনা মন্দ খাইছে
অনার্যকে বাদ দিলে
পেতাম পৈশাচিক আনন্দ শয়তানী হাসি

সাক্ষী সত্যানন্দ's picture

লইজ্জা লাগে আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- লইজ্জা লাগে

সচলে ঢুকলেই তো আগে ব্যানার চউক্ষে পড়ে, ভোলার উপায় রাখছেন নি? চিন্তিত

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অনার্য সঙ্গীত's picture

লোকজনের মন্তব্যে পাই হিংসার গন্ধ
ফতোয়া দিলাম আমারে ছাড়া কোবতে লেখা বন্ধ!
ম্যাঁও

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

সাক্ষী সত্যানন্দ's picture

যাউক, ফতোয়া দিছেন। গাইল তো আর দ্যান নাই! চোখ টিপি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

আয়নামতি's picture

সাধু! সাধু!!

সাক্ষী সত্যানন্দ's picture

লইজ্জা লাগে আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- লইজ্জা লাগে

এত অল্পেই শেষ? বাকরুদ্ধ? খিদা পাইছে? মা প্রকৃতি ডেকে পাঠিয়েছেন? মতিভাই মিসকল দিছে? মতিভ্রম হয়েছে? ভীমরতি ধরেছে? কাহিনি কি, ঈমানে কন তো! ইয়ে, মানে...

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

মাসুদ সজীব's picture

এতো ছন্দ মন্দ নয়
যখন দেখি নিজের নাম খানাও টিকে রয় চোখ টিপি
সাক্ষীর কর্ম হয়নি বলা
বিজ্ঞান নিয়ে করতো একদা ছলাকলা। চিন্তিত
এখন তিনি ছড়া লিখেন
ছড়ার মাঝে সচলের গল্প বলেন।
আমি বলি জাতে তো অনেক তুললেন
এবার বিজ্ঞান নিয়ে কিছু লেখা ছাড়েন। হাসি

-------------------------------------------
আমার কোন অতীত নেই, আমার কোন ভবিষ্যত নেই, আমি জন্ম হতেই বর্তমান।
আমি অতীত হবো মৃত্যুতে, আমি ভবিষ্যত হবো আমার রক্তকোষের দ্বি-বিভাজনে।

সাক্ষী সত্যানন্দ's picture

লইজ্জা লাগে আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- লইজ্জা লাগে

বিজ্ঞান একটা হেজেমনি, ওটারকথা বাদ দিন। খাইছে
ফুল-পাখি-লতা-পাতা কত কি আছে দুনিয়ায়। দেঁতো হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

প্রৌঢ় ভাবনা's picture

হা, হা, দারুণ হইছেগো সাক্ষী! তারায় তারায় ভরপুর। হাসি

সাক্ষী সত্যানন্দ's picture

লইজ্জা লাগে আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- লইজ্জা লাগে

সচলায়তন একটা আস্ত ছায়াপথ। হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সুলতানা সাদিয়া's picture

Quote:
সচল-হাচল-নীরব পাঠক মিলিয়া মিশিয়া-
ছাগশিশুদের আদর করেন- পেছনে কষিয়া!

হো হো হো

-----------------------------------
অন্ধ, আমি বৃষ্টি এলাম আলোয়
পথ হারালাম দূর্বাদলের পথে
পেরিয়ে এলাম স্মরণ-অতীত সেতু

আমি এখন রৌদ্র-ভবিষ্যতে

সাক্ষী সত্যানন্দ's picture

লইজ্জা লাগে আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- লইজ্জা লাগে

হ, সেইজন্যই তো সচলায়তনরে এত্তগুলা ভালুবাসি শয়তানী হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

ত্রিমাত্রিক কবি's picture

Quote:
রণদীপম বসু যখন ইয়োগাতে বসে

এইটা কী কইলেন? গড়াগড়ি দিয়া হাসি

ভালৈছে। সচলায়তনকে শুভ জন্মদিন।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

সাক্ষী সত্যানন্দ's picture

লইজ্জা লাগে আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- লইজ্জা লাগে

ওরে, এই ইয়োগা সেই ইয়োগা না। ক্যান, উনার না ইয়োগা নিয়ে পেটমোটা বই আছে একটা? নাকি, ভুল করলাম কোনও? ( তাছাড়া, আর কিছুর সাথে ছন্দ মেলাতে পারলাম না! )

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

ত্রিমাত্রিক কবি's picture

হেহে ইয়োগা নিয়ে বই তো আছেই। কিন্তু মানে তারপরেও ইয়োগাতে বসে শুনলে কেমন কেমন লাগে

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

সাক্ষী সত্যানন্দ's picture

কস্কি মমিন! দিল পরিষ্কার করুন। রামাদ্বানের ত্বাহারাহ রক্ষা করুন। চাল্লু

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

মর্ম's picture

বছরের শুরু বুঝি হল এই অদ্য,
অতএব সচলেতে এনু এই সদ্য,
নাহি কিছু ভাবি অত দেখিনু এ পদ্য,
কোথা লাগে এর কাছে ভারী ভারী গদ্য,
আহা আহা সাধু সাধু এযে অনবদ্য!

ইতিহাস অনাবিল নামে নামে উক্ত
সচলের মহীয়ান যতজন যুক্ত
শীতনিদ্রায় যারা, এককালে ঢুকত,
লেখা লিখে আড্ডার গন্ধটা শুকতো,
এইখানে দেখি ওরা ফের অবমুক্ত!

কত কত আড্ডা লেখালেখি ঠাট্টা
নবীনে প্রবীনে জমা তারাভরা হাটটা,
পিনে হোক, বীনে হোক, কি বা থাক গাট্টা,
হোক না তা রাত্তির কি বা ভোর আটটা,
আড়ালের সারথী সাচলিক ছাটটা!

জানবার জানাবার পড়বার পড়াবার,
লড়বার দরবার, ধরবার ধরাবার,
গড়বার গড়াবার ঘাড় ধরে সরাবার,
লিখে লিখে মানবিক বোধ ঠেলে নড়াবার,
সচলের চল শুধু লিংক ধরে ছড়াবার!

স্মৃতিদোষে দুষ্ট লিখে পড়ে তুষ্ট
মাঝে মাঝে সূচী দেখে বড় বেশি রুষ্ট
ভারী ভারী লেখা যত নীড়ে পরিপুষ্ট

অমন চাইনে শুধু হাসি কিছু চাই
না-ই লিখি পড়ে খুশি যেন খুজে পাই
অত:পর কর আর শুধু বলে যাই

নয় নয়, আরো আরো শুধু হোক যোগ,
সচল বাচুক, পাঠে হোক লেখাভোগ!!

~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

সাক্ষী সত্যানন্দ's picture

চলুক হাততালি উত্তম জাঝা! গুল্লি কোলাকুলি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

নজমুল আলবাব's picture

আলাদা পোস্ট হতে পারতো।

নজমুল আলবাব's picture

হাততালি

মজা পেলুম দাদা

সাক্ষী সত্যানন্দ's picture

লইজ্জা লাগে আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- লইজ্জা লাগে

বাবাইটার খবর কি? হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

তিথীডোর's picture

আমি ছোট্টখুকি? রেগে টং রেগে টং রেগে টং

সচলায়তনকে হেফি বাড্ডে।
সত্যানন্দকে গদাম। ফাজিল পুলা! রেগে টং

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সাক্ষী সত্যানন্দ's picture

ইয়ে, জনমতকে কিভাবে অগ্রাহ্য করি বলুন তো? যাক গে। জাতীয় কবি আপনাকে নিয়ে গান লিখেছেন জানেন? এইখানে টিপি দিয়া দ্যাখেন! তারপর, আপাতত এই খুশিতে শান্ত হোন! দেঁতো হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

মন মাঝি's picture

আপনি সবসময় এত টিপাটিপি করতে বলেন কেন? চিন্তিত

****************************************

সাক্ষী সত্যানন্দ's picture

ইয়ে, মানে... ছড়ার সাথে টিপাটিপি মেশাবেন না জনাব! চাল্লু

[ পুনশ্চঃ এইখানে আলতো করে চাপ দ্যান চোখ টিপি ]

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

মন মাঝি's picture

বাংলা ভাষা খুব খারাপ লোক! গড়াগড়ি দিয়া হাসি

****************************************

সাক্ষী সত্যানন্দ's picture

হ! চাল্লু

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

রকিবুল ইসলাম কমল's picture

কী চমৎকার! হাততালি

সাক্ষী সত্যানন্দ's picture

লইজ্জা লাগে আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- লইজ্জা লাগে

সচলায়তন জায়গাটাই চমৎকার হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সুবোধ অবোধ's picture

অসাধারণ!!!
মিজান, পিষে ফ্যালো গুরু গুরু গুরু গুরু

সাক্ষী সত্যানন্দ's picture

লইজ্জা লাগে আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- লইজ্জা লাগে

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

এক লহমা's picture

চলুক হাসি
বচ্ছরকার দিনে আকাঙ্খা জানাই, এমন ছড়া আরও লেখেন আপনে। কিন্তু, বচ্ছরকার বকাবকিটাও করে নেই - বিজ্ঞানরে হেজেমনি বলে গাল পেড়ে বাদ দিয়ে গেলে হবে?

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সাক্ষী সত্যানন্দ's picture

লইজ্জা লাগে আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- লইজ্জা লাগে

আমি আপাতত বিজ্ঞানবাদী (বিজ্ঞান বাদ ই) খাইছে

[ বিজ্ঞান নিয়ে লেখবার জন্য যে নিরবিচ্ছিন্ন মনঃসংযোগ প্রয়োজন, সেটি নানা কারণে জুটিয়ে উঠতে পারছি না, লহমা দা। বিজ্ঞান আমারও প্রিয় বিষয়, এই অনাহূত বিরহ আমার কাছেও অপ্রিয়! কটা দিন (জানি অনেক দিন চলে গেছে) সময় দিন। ফিরব নিশ্চয়। এতো আমারই অস্তিত্বের কাছে ফেরা, পালিয়ে আর কতদিন? ]

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

মাহবুব লীলেন's picture

আহা

সাক্ষী সত্যানন্দ's picture

লইজ্জা লাগে আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- লইজ্জা লাগে

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক's picture

পুঁথি জব্বার (থুক্কু জব্বর) হয়েছে দেঁতো হাসি । পুঁথির অডিও ভার্সন প্রকাশ করার দাবী জানিয়ে গেলুম। পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

আমি তোমাদের কেউ নই -> আতোকেন

সাক্ষী সত্যানন্দ's picture

লইজ্জা লাগে আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- লইজ্জা লাগে

হ, গলাবাজ যাঁরা আছেন, তাঁদের কাছে আবদার করেন। হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সুজন চৌধুরী's picture

দারুণ ! সত‌্যানন্দ'দা ,
সম্ভব হলে আমার প্রি্য ব্লগার " সংসারে এক সন্ন্যাসী"রে এ্যাড কৈরেন কোথাও।

সাক্ষী সত্যানন্দ's picture

লইজ্জা লাগে আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- লইজ্জা লাগে

আর লজ্জা দিয়েন না বস। অনেকেই বাদ পড়ে গেছেন। এটার দ্বিতীয় খণ্ড লিখে ফেলব সময় পেলে। (আচ্ছা, সচলের নামের তালিকা দেখা যাবে- এমন কোনও ব্যাবস্থা কি আছে? না থাকলে করা যায়?)

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

আনু-আল হক's picture

মিজান, পিষে ফ্যালো টাইপের হৈসে। এইটা গাইতে ইচ্ছে করতেসে খুব (গুনগুন করে গাইলামও খাইছে যাতে কেউ শুনতে না পারে চোখ টিপি ); গাতক হৈলে গান বাঁধায়া আপলোডাইতাম।

----------------------------
নয় মাসে হলো তিরিশ লক্ষ খুন
এরপরও তুমি বোঝাও কি ধুন-ফুন

সাক্ষী সত্যানন্দ's picture

লইজ্জা লাগে আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- লইজ্জা লাগে

গলা ছাইড়াই গান। রণ'দা বলেছেন- "কণ্ঠরাজিকে লুকিয়ে রাখার মাঝে কোনও মাহাত্ম্য নাই"। আর, পারলে বাঘমার্কা দস্যুটাকে একটু 'উস্কানি' দ্যান। বহুদ্দিন, কুকিলাদের কণ্ঠ শুনি না। হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সো's picture

হাততালি

সাক্ষী সত্যানন্দ's picture

লইজ্জা লাগে আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- লইজ্জা লাগে

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক's picture

অসাধারণ লিখেছেন। নতুন হিসাবে সকল সচলকে চিনতাম না। এবার চিনে নিলাম।
Jaraahzabin

সাক্ষী সত্যানন্দ's picture

লইজ্জা লাগে আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- লইজ্জা লাগে

ওরে না! এটাতো সচলের ট্রেইলারও না, আরও কত্তজন বাকি আছে! ইয়ে, মানে...

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

আব্দুল্লাহ এ.এম.'s picture

ভেবেছিলাম এটা মঙ্গলকাব্য বিশেষ, এবং স্বভাবতই কিঞ্চিৎ উৎফুল্লও হয়েছিলাম। কারন মঙ্গলকাব্যে দেবীদেরই প্রাধান্য, তাঁদেরই সেখানে জয়গাঁথা। কিন্তু আপনে মিয়া একটা ভ্যাজাল মাল পয়দা করছেন, এইখানে দেখি দেবতাদেরই প্রাধান্য(আমি ছাড়া), দেবীগণের তেমন উল্লেখ নাই। মন খারাপ

সাক্ষী সত্যানন্দ's picture

ইয়ে, মানে... হুমম...

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

নীড় সন্ধানী's picture

কী অসাধারাণ এই কাব্য!!! গুল্লি

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

সাক্ষী সত্যানন্দ's picture

লইজ্জা লাগে আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- লইজ্জা লাগে

সচলায়তনটাই আসলে অসাধারণ, কাব্য উছিলামাত্র হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক's picture

সচলমঙ্গলের কথা অমৃত সমান/ সাক্ষী সত্যানন্দ শুনে হই ব্লগবান...

দেবদ্যুতি

সাক্ষী সত্যানন্দ's picture

লইজ্জা লাগে আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- লইজ্জা লাগে

আসলে, সচল একটা অভিশাপ! সময় থাকতে পালান! চাল্লু

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক's picture

আন্নে আমারে দ্যাক্তেরেন না ক্যান? অ্যাঁ আমারে পালাতে কয়ে নিজে থাইকে যাইতে চান!! চিন্তিত

দেবদ্যুতি

সাক্ষী সত্যানন্দ's picture

এইজন্য লোকের ভাল করতে নাই... যাউকগা, সময় থাকতে হুঁশিয়ার করছিলাম ইয়ে, মানে...

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

এক লহমা's picture

গড়াগড়ি দিয়া হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সাক্ষী সত্যানন্দ's picture

চিন্তিত

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক's picture

বাহ্! বাহ্! বাহ্! চমৎকার হইছে...

সাদা মেঘদল

সাক্ষী সত্যানন্দ's picture

লইজ্জা লাগে আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- লইজ্জা লাগে

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

চরম উদাস's picture

হাততালি
কঠিন

সাক্ষী সত্যানন্দ's picture

লইজ্জা লাগে আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- লইজ্জা লাগে

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

মরুদ্যান's picture

হাততালি

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

সাক্ষী সত্যানন্দ's picture

লইজ্জা লাগে আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- লইজ্জা লাগে

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

কল্যাণ's picture

বাহ, অতি মচতকার হয়ছে হাততালি । বুখে আয় বাভুল।

_______________
আমার নামের মধ্যে ১৩

সাক্ষী সত্যানন্দ's picture

লইজ্জা লাগে আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- লইজ্জা লাগে

বাভুল এট্টূ বিজি, আমি আইলে চলপো? কোলাকুলি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক's picture

বড় বে-জায়গায় ঢুকিয়া পড়িলাম! অনুভূত হইতেছে গুরু গুরু গুরু গুরু গুরু গুরু
তবে আবার আসিবার ইচ্ছা জাগ্রত হইয়াছে, বোধ করি নিবারণ করা সম্ভব হইবেনা আর! হাততালি

গৌতম হালদার

সাক্ষী সত্যানন্দ's picture

আইসা পড়েন, কি আছে জীবনে? হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সাক্ষী সত্যানন্দ's picture

এই কাব্যে সন্ন্যাসীরে জুড়ে দেয়া আর হলই না! হায়, জীবন এত ছোট ক্যানে? মন খারাপ

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.