কোবিদের কারবারে বিরক্ত হয়ে লেখা

হিমু's picture
Submitted by himu on Mon, 26/01/2015 - 7:08am
Categories:

দেশে কাকের চেয়ে কোবি বেশি। কোবি শব্দটার ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। যারা কবি নয়, কিন্তু কবিতাকে আশ্রয় করে কী যেন একটা করতে চায়, তারাই কোবি। যেমন, দৈনিক কোবি। কোবতে লিখতে গিয়ে চ-বর্গীয় শব্দ ব্যবহার নিয়ে দুইদিনের বৈরাগী কোবিদের কথাবার্তা-কারবারে বিরক্ত হয়ে একটা কোবতে লিখলাম। সিস্টেমকে ধ্বংস করতে গেলে নাকি সিস্টেমের অংশ হতে হয়। যদিও কোবতের ভেতরে বর্ণিত কোবিদের একজন হতে পাল্লাম্না এখনও। বড় হয়ে হবো আশঙ্কা করি।

একটা কোবি ছায়ায় বসে, একটা কোবি রোদে

একটা কোবি ছায়ায় বসে, একটা কোবি রোদে
একটা কোবি চাঁদের আলোয় জাবদা খাতা চোদে
একটা কোবি মফস্বলের, একটা কোবি ঢাকার
একটা কোবি খাতার পাতায় ফ্যান্টাসিতে ফাকার
একটা কোবি "মদ্য" খোঁজে, একটা কোবি "মাগি"
একটা কোবি হস্ত খোঁজে সমস্ত রাত জাগি
একটা কোবির বান্ধবী নাই, একটা কোবির বিয়ে
একটা কোবি ভীষণ সুখী আপন বাঁ হাত নিয়ে
একটা কোবি "চুদবো" লেখে, একটা কোবি "চুদি"
একটা কোবি চোদার আলাপ করছে হুদাহুদি
একটা কোবি পর্নো গেলে, একটা কোবি চটি
একটা কোবি পাড়ায় গিয়ে ভাড়ায় খোঁজে নটী
একটা কোবি চিরকুমার, একটা কোবি ধ্বজ
একটা কোবি কল্পনাতে সঙ্গমে দিগগজ
একটা কোবি খ্যাতির কাঙাল, একটা কোবি ধনের
একটা কোবি সঙ্গকাঙাল বঙ্গনারীগণের
একটা কোবির কেবলা বামে, একটা কোবির ডানে
একটা কোবি কেবলা খোঁজে হাত দিয়ে মাঝখানে
একটা কোবি চোষায় রাজি, একটা কবি চাটায়
একটা কোবি সম্মত খুব পেছন পেতে খাটায়
সকল কোবির ধান্দা একই, নামটা যদি ফাটে
মেডেল নেবে আলমারিতে, মডেল নেবে খাটে
এ ধান্দাতেই একের পুটু অন্যে মারে তারা
কবিতা খায় সকল তরফ থেকেই পুটুমারা।


Comments

আনু-আল হক's picture

গুল্লি

----------------------------
নয় মাসে হলো তিরিশ লক্ষ খুন
এরপরও তুমি বোঝাও কি ধুন-ফুন

ধুসর গোধূলি's picture

একটা কোবি বাইন্যায় মসুর, একটা কোবি কলুই
বাকি কোবি কাইজ্যা লাগায়, কায়কাউস কারার তালুই।

স্পর্শ's picture

গুল্লি গুরু গুরু

১৯ নাম্বার লাইনে একটা টাইপো আছে।


ইচ্ছার আগুনে জ্বলছি...

দিগন্ত চৌধুরী's picture

গুল্লি

_______________

মূর্খ থাকি, সামাজিক নয়।

মাহবুব লীলেন's picture

হিমুকোবির কাব্য ডিরেক্টরি-চ্য

Oyahida Jumar's picture

কী আর কমু !তয় সবই হাচা কথা ।

সাক্ষী সত্যানন্দ's picture

Quote:
কবিতা খায় সকল তরফ থেকেই পুটুমারা।

হো হো হো

সংযোজনী:
একটা কোবি সকল কাজে "মামার" গুণে বাচাল
একটা কোবি বাম-ডানেতে লাগায় খালি ক্যাচাল
একটা কোবি মারলে বোমা বোঝায় রেটোরিক
একটা কোবি জড়িয়ে থাকে জামাত-শিবির ঠিক
একটা কোবি হেগেল-কান্টে তাবৎ ভূগোল বোঝায়
একটা কোবি বাংলা ভুলে আরবী হরফ নাচায় চোখ টিপি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক's picture

কেন এরা এইসব অহেতুক শব্দবিষ্ঠা প্রসব করে?

রাজর্ষি

সুবোধ অবোধ's picture
আব্দুল গাফফার রনি's picture

গুল্লি হো হো হো গড়াগড়ি দিয়া হাসি ওঁয়া ওঁয়া দেঁতো হাসি

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

তাহসিন রেজা's picture

এইসব কোবিদের থেকে ঈশ্বর আমাদের রক্ষে করুন। রেগে টং

------------------------------------------------------------------------------------------------------------
“We sit in the mud, my friend, and reach for the stars.”

অলীক জানালা _________

হাসিব's picture

গোটা ফেব্রুয়ারি মাসজুড়ে কোবিদের পুটু বেস্ত রাখতে হবে।

মজিবুর রহমান 's picture

গুল্লি চলুক

আব্দুল্লাহ এ.এম.'s picture

আপনার এই বিমূর্ত কবিতাটি কিছুতেই বোধগম্য হত না, যদি না জনৈক ফেসবুক ফ্রেন্ডের একটি সাম্প্রতিক স্ট্যাটাস চোখে পড়তো। স্ট্যাটাসটি নিম্নে হুবহু উদ্ধৃত হলো-

=======================================================================
প্রথম আলো মাঝেসাঝেই বিশিষ্ট তালেবরদের কবিতা লেখার জন্য পুরষ্কার টুরষ্কার দেয়। এই বেলা তারা সাইয়েদ জামিল নামের এমন একজনকে কবিতার জন্য পুরষ্কার দিলো, তার কবিতার স্যাম্পল নিচে দেয়া হলো। পাঠক, চোখ বন্ধ করে ফেলবেন না, হতবাক হবেন না, কেননা এইগুলো বিশিষ্ট সুশীল সমাজের মুখপাত্র প্রথম আলো কর্তৃক কবি জীবনানন্দ পুরষ্কারপ্রাপ্র কবি সাইয়েদ জামিলের লেখা -
______________________________
"মানুষ"
পৃথিবীতে আমরা গান গাই,
পক্ষী শিকার করি,
চোদাচুদি করি এবং নিজেদের অস্তিত্ব ঘোষণা করি.....
"নিমগাছ"
স্ত্রীদুগ্ধ পান করতে করতে লোকটা ভাবলো, পৃথিবীতে ইঞ্জিন আবিষ্কারের পূর্বে যেসব নিমগাছ জন্মেছিলো...... আর, দিগন্ত থেকে খ’সে পড়লো প্রকাণ্ড এক পুরুষাঙ্গ!.....দিগন্ত থেকে খ’সে পড়া পুরুষাঙ্গের রঙ ঘন ও সুরেলা।....
"কিলুর মগজ"
রোজ বিকেলে কিলুর মগজ
আমাদেরকে দাবড়ে নিয়ে আসে শাহবাগ।আমরা সাহিত্য- চোদানো ফাতরা লোকগুলো মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে গোয়া-মারা খাই আর র চা গিলি। মদ ও মাগির যন্ত্রণা নিয়ে গালি দিই ফরহাদ মজহারকে। আর বলি, চেতনা-বিশ্বের একটিই ভাই রবীন্দ্রনাথ। একদিন, শরীরে সন্ধ্যা মেখে, আমাদের সামনে উলঙ্গ এক পাগলী এলো। তার বক্ষ সুবিশাল। আর সে দুই হাতে তার স্তন দুটি উঁচু ক’রে ধ’রে বললো, ‘আমার মাই ভরা দুধ থাকতে তোরা র চা খাচ্ছিস ক্যা?’
আমরা গোরুর দুধের চা খেয়েছি, কনডেন্স মিল্কের চা খেয়েছি; কিন্তু মানুষের দুধের চা খাই নি কখনও। আর এ তো উন্মাদিনী! —উন্মাদিনীর দুধের চা ক্যামন?
"লাইভ আফটার কায়কাউস"
আমি কায়কাউসের ছেলে। আমি বেড়াই হেসে খেলে।
ইচ্ছে হ’লে হাগি মুতি, ইচ্ছে হ’লে চুদি; ইচ্ছে হ’লে ঊরুর ভাজেই দুই চক্ষু মুদি.....ইতিহাসের মা-কে চুদে আমিও রবো ভালো।
"সমন্বিত চিন্তা-কাঠামো ও হেঁটে যাবার বাসনা"
চলো, মদ ও মাগির সন্ধানে বেরিয়ে পড়ি।... শুনেছি, ওইদিকে মদ আর
মাগি স্তুপাকারে সাজানো রয়েছে। লোহালক্করের
মতো নারীগুলি শরীরের পার্টস খুলে দেখায় পুরুষকে আর
ঢেলে দেয় তরল সুবাস। চলো বন্ধু, দেরি নয়,
আমরা একসাথে মদ খাবো, মাগি চুদবো।
"ফাকার"
প্রেমিকা ছাড়া কাউরে চুদি না।

সাক্ষী সত্যানন্দ's picture

হো হো হো আমিও এইটা দেখেই বুচ্ছি, লিঙ্কাইতে সাহস হচ্ছিল না।

[ আগে আলুর সাম্বাদিকেদের আলুর দোষ থাকত,
এখন আলুর কোবিদেরও আলুর দোষ থাকে ইয়ে, মানে... ]

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

এক লহমা's picture

আপনার এই মন্তব্যটি না পড়া পর্যন্ত ঘটমা কি কিচুই ধর্তারিনাই। পড়ার পড় আরো খানিক ঘোরাঘুরি করে আসলাম। পুরাই হতবাক। হিমুর এই কোবতেটির সাথে পুরস্কার প্রাপ্ত চটি-কোবিটির একটি চটিবিভূষিত ছবি পাওয়া গেলে বেশ লাগসই হত। সুজন্দা গেল কই?

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

অতিথি লেখক's picture

প্রথমে বিশ্বাস হচ্ছিল না, তাই এখানে গিয়ে পড়ার চেষ্টা করলাম, http://laljiperdiary.com/2015/01/18/%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BF-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%95%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%B8%E0%A6%BE/

আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না

চরম উদাস's picture

হো হো হো
পারফেক্ট

ত্রিমাত্রিক কবি's picture

আপনে এই কোবতের মাধ্যমে কোবিদের খাঁতাঁয় নাম লেখালেন, অবিণন্দণ

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

খেকশিয়াল's picture

মিজান, পিষে ফ্যালো

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

ইয়ামেন's picture

কায়কাউসের ছেলের উৎপাতে বিরক্ত হয়ে হিমু ভাইয়ের লেখা অনবদ্য নিবেদন,
যার শতকরা একশো ভাগ শুধু বিনোদন আর বিনোদন...
খাইছে, আমিও দেখি লেখায় দিয়েছি ছন্দ
খোশমেজাজটা আমার হয়ে গেল পন্ড!

--------------------------------------------------------------------------------------------------------------------

সব বেদনা মুছে যাক স্থিরতায়
হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে...

মেঘলা মানুষ's picture

এর পরে কবিতা লেখার কারণে হয়ত অনেক পাত্র বাতিল হয়ে যাবে।

মণিকা রশিদ's picture

" কবিতা খায় সকল তরফ থেকেই পুটুমারা।"
চিন্তিত

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

অতিথি লেখক's picture

রূপশালী ধানের গন্ধ শরীরে মেখে শুদ্ধতম কবি জীবনানন্দ মিশে আছেন বাংলার নদী-মাঠ-ক্ষেতে। এসব তুচ্ছ তঞ্চকতায় তাঁর কিছুই আসে যায় না।কারণ তিনিই তো লিখতে পেরেছিলেন,''সকলেই কবি নয়, কেউ কেউ কবি'' !

রাজর্ষি

জীবনযুদ্ধ's picture
শব্দ পথিক's picture

মিজান, পিষে ফ্যালো

সাইয়িদ জামিলকে বাঁচিয়ে দেয়ার/রাখার মতো মানুষেরও অভাব নেই, এক উঠতি ফেসবুক জ্ঞানীর অভিমত হলো,

Quote:
সাইয়েদ জামিল নামের এই অপরিচিত কবিকে শুভেচ্ছা। তিনি এই পোড়া, স্তব্ধ, এবং বুদ্ধিবৃত্তিকভাবে বন্ধ্যা দেশে একই সাথে অনেকগুলো ব্লাসফেমী করতে পারলেন। একই সাথে সামাজিকভাবে রক্ষণশীল এবং উদারনৈতিকদের বিরাগভাজন হওয়া, এবং একই সাথে নিজে রক্ষণশীল হিসেবে পরিচিত রাজনীতির প্রতি অনুগত থাকা সহজ কথা নয়।

আপনি দেখিয়ে দিলেন যে আপনি একজন প্যারাডক্স। আমাদের বুদ্ধিবৃত্তিক স্থবিরতা ভাঙ্গার জন্যে এরকম প্যারাডক্স আরো দরকার।

কোবিদের এমন বাড়বাড়ন্তের পেছনে এমন মজহার গোত্রীয় মানুষও কম দায়ী নয়।

----------------------------------------------------------------
''বিদ্রোহ দেখ নি তুমি? রক্তে কিছু পাও নি শেখার?
কত না শতাব্দী, যুগ থেকে তুমি আজো আছ দাস,
প্রত্যেক লেখায় শুনি কেবল তোমার দীর্ঘশ্বাস!''-সুকান্ত ভট্টাচার্য

তারেক অণু's picture

কবিতা খায় সকল তরফ থেকেই পুটুমারা। চলুক হ, সকলেই তো আর কবি নয়, কেহ কেহ কবি

এক লহমা's picture

মিজান, পিষে ফ্যালো

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

অতন্দ্র প্রহরী's picture

পুরাই বারুদ! দেঁতো হাসি

অতিথি লেখক's picture

চরম লেখা......

আব্দুল্লাহ আল ফুয়াদ

রায়হান আবীর's picture

ভালো হয়েছে, খালেক গুল্লি

জীবনযুদ্ধ's picture

পুরা 'বুমা' গুল্লি

নীড় সন্ধানী's picture

আমি এমনিতে উত্তরাধুনিক কবিদের ভয় পাই। বিষ্ঠাকবি কায়কাউসের বাচ্চা সেই ভয়কে আতংকে রূপ দিয়েছে। সাইয়েদ জামিল নামটা আমি আগে শুনিনি। এর আগে এই নামে শুধু একজনকে চিনতাম, সে মওদুদী।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.