বাঘ বনাম শকুনের গল্প

সত্যপীর's picture
Submitted by mir178 on Fri, 24/10/2014 - 4:22am
Categories:

বুড়া শকুন মারা গেছে।

এই বুড়া গোলাম আজম পাকিস্তান আদর্শ রক্ষা তহবিলে চাঁদা উঠিয়েছিল। এই যে কি চমৎকার রশিদ দেখা গেলঃ

চাঁদার টাকা দিয়ে বাংলাদেশের অভ্যুদ্যয় ঠেকানোর মতলব ছিল চান্দুর। আহারে বুড়া কদু, সেই বাংলাদেশের যে শুধু অভ্যুদয় হবে তাই না... মুক্ত স্বাধীন বাংলাদেশের মাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে হাসপাতালে যে তোকে পটল তুলতে হবে এইটা কি আর জানতি রে ময়না? জীবন চোষে বটে।

বুড়া ৭১ এর জুন মাসে লাহোর গেছিলেন। বহোৎ বড়িয়া শহর লাহোর, কত শান শওকত জেল্লা। সেইখানে মাননীয় রাষ্ট্রপতি ইয়াহিয়া খানের সাথে বৈঠক শেষে বুড়া বলেন, কেবলমাত্র দেশপ্রেমিক জনগণের সাহায্যে দুষ্কৃতিকারীদের প্রতিহত করা যাতে পারে।

দুষ্কৃতিকারী অর্থাৎ মুক্তিবাহিনী। দেশপ্রেমিক জনগণ অর্থাৎ রাজাকার, আলবদর, ইসলামী ছাত্রসংঘের চুতিয়ারা। এরা আপনার আমার পূর্বপুরুষকে হত্যা করেছে, পুড়িয়ে মেরেছে ভিন্ন ধর্মাবলম্বী আমার চাচাটিকে তারই ঘরের ভিতর আটকে, আমাদের প্রিয়জনকে উলঙ্গ করে পাঠিয়েছে পাকিস্তানি কমান্ডারের ঘরে শুতে। এই শুয়োরের বাচ্চারা ছিল ফিল্ডে, আর লিডারশিপে ছিল গোলাম আজম।

বুড়াকে রাজাকার ডাকলে অনেকে ভারি চটে যায়। তাদের কথা হল আমি তো ৭১ এ ছিলাম না, আমি কীভাবে সত্য জানব? হালা বলদ। বাংলা লেখা পড়তে পারস হারামীর ছাও? দৈনিক ইত্তেফাকে ২রা ডিসেম্বরের কপিতে পরিষ্কার ছাপা আছে, “তথাকথিত মুক্তি বাহিনীকে শত্রুবাহিনী আখ্যায়িত করে তিনি বলেন যে, তাহাদিগকে মোকাবিলা করার জন্য রাজাকাররাই যথেষ্ঠ। এ প্রসঙ্গে রাজাকারের সংখ্যা বৃদ্ধি করার জন্য তিনি আহবান জানান।”

রাজাকার না রাজাকারের বাপ এই বুড়া শকুন।

২০ আগস্ট, ১৯৭১। চিন্তার অতীত এক ঘটনা ঘটে যায় করাচীতে। পাকিস্তান বিমান বাহিনীর একটি টি ৩৩ যুদ্ধবিমান থেকে আচমকা মাশরুর বেসে সিগনাল যায়, প্লেন হাইজ্যাকড! বিমানে বসা ফ্লাইট ইন্সট্রাক্টর মতিউর রহমান বিমানের নিয়ন্ত্রন নিয়েছেন বা নেবার চেষ্টা করছেন। মাশরুর বেস তখন খানিক হতভম্ব, প্রটোকল মেনে তারা পাকিস্তানি পাইলট রশীদ মিনহাজকে দ্বিতীয়বার বার্তা পাঠিয়ে কনফার্ম করতে বলে। সেটাও করে রশীদ মিনহাজ। হ্যাঁ, প্লেন হাইজ্যাকড। মতিউর রহমানের বিমান তখন দ্রুতবেগে ধাবমান ভারতের দিকে।

এই ঘটনাটা নিয়ে আমি প্রায়ই চিন্তা করি। আমার প্রতিবারই মনে হয় দুনিয়া এরকম আশ্চর্য মানুষে ভরপুর অথচ আমি এরকম কেন? কেন আমি একাই এরকম গৎবাঁধা ফ্যামিলি গাই? সকালবেলা উঠি পিচ্চিটার সাথে খেলি অফিসে গিয়ে হেসে খেলে কাজ কাজ খেলি আর রাতে এসে সচলে লিখি। কি ভয়ঙ্কর রকমের চমৎকার এবং নিরাপদ জীবন। আর এই চমৎকার নিরাপদ জীবনে আমাকে বাংলায় লিখার স্বাধীনতা দিয়ে গেছেন যে মানুষগুলো তাদের মধ্যে একজন শ্রেষ্ঠতম বীর মতিউর রহমান বীরশ্রেষ্ঠ ২০ আগস্ট সকালবেলা দুইটা ছোট বাচ্চাকে আদর করে চোয়াল শক্ত করে একটি সুসংগঠিত বিমান বাহিনী থেকে একটি আস্ত যুদ্ধ বিমান ছিনিয়ে নিতে গিয়েছিলেন। চিন্তা করা যায়? চিন্তা করতে পারেন? বাঘের বাচ্চা কি একেই বলে?

যাক, শকুনের কথা দিয়ে শুরু করে কোথা দিয়ে বাঘের গল্পে চলে গেছি। চলেন দেখি বুড়া শকুন কি বলছে এ বিষয়ে। পয়লা সেপ্টেম্বর, করাচী। গোলাম আজম বলেন, কোন ভাল মুসলমানই তথা কথিত “বাংলাদেশ আন্দোলন” এর সমর্থক হতে পারে না। ...রাজাকারেরা খুবই ভালো কাজ করছে।

এরপরে শহীদ রশীদ মিনহাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, এই আত্মত্যাগের নিদর্শন থেকে তরুণরা উপকৃত হতে পারবে।

হ। রশিদ মিনহাজের আত্মত্যাগ। বুঝছেন এইবার বুড়া শকুন কি জিনিস? এরপরেও শোনা যাবে অধ্যাপক গোলাম আজম ভাষা সৈনিক ইসলামের মহান নায়ক ষড়যন্ত্রের শিকার ইত্যাদি হাগামুতা। হয়তো আপনার ফেসবুক ফিডেই কিছু কিছু চলে এসেছে। এই গান্ধা মিথ্যাচার ভবিষ্যতেও আসবে নিশ্চিত থাকেন।

আমার পুর্বপুরুষের রক্তে হাত রাঙানো সেই পুরোনো শকুন গোলাম আজম আজ মারা গেছে। বেশ ভালো কথা। পাকিস্তানের ধামাধরা, বাংলাদেশকে অঙ্কুরেই হত্যা করতে চাওয়া, রশীদ মিনহাজের ফ্যান শুয়োরের বাচ্চা রাজাকার গোলাম আজমের মুখে আমি পিশাব করে দেই।


Comments

নজমুল আলবাব's picture

শুয়োরের বাচ্চার মুখে মুতে দেই

সত্যপীর's picture

হ।

..................................................................
#Banshibir.

মুস্তাফিজ's picture

রশিদ মিনহাজের মৃত্যুতে নিজামী তার পরিবারের কাছে শোক বার্তা পাঠিয়েছিলো, তাতে মিনহাজকে জাতীয় বীর আর বীরশ্রেষ্ঠ মতিয়ুরকে ভারতীয় গুপ্তচর বলা হয়েছিলো।
বীরশ্রেষ্ঠ মতিয়ুরকে দূর্ঘটনাস্থলের কাছাকাছি মসরুর বিমান ঘাঁটিতে মাটিচাপা দেয়া হয়েছিলো এবং সেখানে এক ফলকে তাঁকে বিশ্বাসঘাতক (গাদ্দার) বলে চিহ্নিত করে রাখা হয়েছিলো।

...........................
Every Picture Tells a Story

সত্যপীর's picture

নিচে ইয়াসির আরাফাত ভাই ভালো কথা বলছেন। বুড়ার কবরের পাশে "রাজাকার" নামফলক লাগানো যায়।

..................................................................
#Banshibir.

রিক্তা's picture

অশান্তি লাগছে। বাংলাদেশের মাটিতে এ স্বাভাবিক ভাবে মরলো সেইটা মানতে মন চায় না। আবার এ বেঁচে থাকবে তাও স্বপ্নে ভাবি না মন খারাপ

--------------------------------
হে প্রগাঢ় পিতামহী, আজো চমৎকার?
আমিও তোমার মত বুড়ো হব – বুড়ি চাঁদটারে আমি করে দেব বেনোজলে পার
আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার ।

সত্যপীর's picture

হারামজাদা রাজাকার। মইরাও শান্তি দিলনা।

..................................................................
#Banshibir.

ত্রিমাত্রিক কবি's picture

শুয়োরের বাচ্চা, দেখার অপেক্ষায় আছি সুশীল মুদির ভাইরা এইটা নিয়ে কী ত্যানা প্যাঁচায়

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

সত্যপীর's picture

এই যে সুদান দেশের ছেলেগুলি ত্যানা প্যাঁচাইতে আরম্ভ করছেঃ

..................................................................
#Banshibir.

ইয়াসির আরাফাত's picture

পাকিস্তানীরা অন্যায্য হলেও বিনা দ্বিধায় বহু কিছু করে ফেলে, আমরা হকের দখল নেবার আগে দশবার চিন্তা করে সুশীলীয় নীরবতা দেখাই।

গোলাম আযমের কবরে সরকারী আয়োজনে কালো রঙের লোহায় '

গাদ্দার

' নামফলক লাগানো হোক।

সত্যপীর's picture

মারাত্মক বুদ্ধি। লাগানো হোক তকমা "রাজাকার"!

..................................................................
#Banshibir.

এক লহমা's picture

বুড়া শকুন মারা গেছে।
চাঁদার টাকা দিয়ে বাংলাদেশের অভ্যুদ্যয় ঠেকানোর মতলব ছিল চান্দুর। আহারে বুড়া কদু, সেই বাংলাদেশের যে শুধু অভ্যুদয় হবে তাই না... মুক্ত স্বাধীন বাংলাদেশের মাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে হাসপাতালে যে তোকে পটল তুলতে হবে এইটা কি আর জানতি রে ময়না? জীবন চোষে বটে।
মিজান, পিষে ফ্যালো

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সত্যপীর's picture

হ।

..................................................................
#Banshibir.

সাক্ষী সত্যানন্দ's picture

মিজান, পিষে ফ্যালো

হের সমাধিস্থলডারে পাবলিক প্রোপার্টী ঘোষণা দেওন যায়না? আমার মোতা চাপলে আক্ষরিক অর্থেও ঐহানে ছ্যাড়ছ্যাড় কইরা ক'ফোঁটা মুইতা আমু। গোলামের আইসিউ খরচের ট্যাক্সের ট্যাকার একাংশ (যত ক্ষুদ্রই হোক) আমিও তো যোগাইছি। এহন সেইটা নাহয় মোতাখানার চার্জ হিসাবেই ভাবুম। চাল্লু

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সত্যপীর's picture

হ গণশৌচাগার হোক তার কবর।

..................................................................
#Banshibir.

রংতুলি's picture

শুয়োরেরা আরাম-আয়েশে দীর্ঘ জীবন কাটায়, তারপর ধীরেসুস্থে স্বাভাবিক মৃত্যুতে মরে। দাম নাই কেবল সাধারণ মানুষের জীবনের।

আয়নামতি's picture

আম্রা তো ভালু মোছলমান না আগাড়ে ভাগাড়ে হয়ত মরন আছে।
কিন্তু এই ঈমানী জুশের মটকা্ বুড়ো শকুনটা তো খুপ ভালু মোছলমান ছেলো।
তার কপালে কেন জন্মভূমি পেয়ারা পাকিস্তানের মাটি হইল না র‍্যা??
আমি তো শকুনটার মৃত্যর খবরে আনন্দ পকাশ করেছি ' লিটল্ হোয়াইট লাইজ' মুভিটা দেখে দেঁতো হাসি

কল্যাণ's picture

শকুন একটি উপকারী প্রাণী এবং বিলুপ্তির পথে। এই বেচারা পাখির সাথে গোলাম আযমের তুলনা করা ঠিক হয় নাই। এতে শকুনের অপমান। গোলাম আযম একটি রাজাকার, মিথ্যুক, হিপোক্রিট, বিশ্বাসঘাতক, খুনি, বদমাইশ। একে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রাখা দর্কার ছিল। এই বিশ্বহারামির লাশ ভাগাড়ে ফেলে দেওয়া উচিত, আর নাইলে ওই হারামজাদার পেয়ারের পাকিস্থানে পাঠায়া দেয়া উচিত। অথবা এর যে সব ছেলে মেয়ে বাংলাদেশের বাইরে বসবাস করে তারা যেন এই ময়লা নিয়ে যায়।

_______________
আমার নামের মধ্যে ১৩

তাহসিন রেজা's picture

গোলাম আজমের মুখে আমি পিশাব করে দেই।

------------------------------------------------------------------------------------------------------------
“We sit in the mud, my friend, and reach for the stars.”

অলীক জানালা _________

অনুপম ত্রিবেদি's picture

গোআ - মারা যাবার পর খালি একটা কথাই মনে হইছে, যেইটা দিয়া আপনে লেখা শেষ করছেন আর অপু ভাই কমেন্ট শুরু করছে।

গুয়া শুয়রের বাচ্চার মুখে আমি ছ্যাড় ছ্যাড়ায়া মুইতা দিলাম

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সত্যপীর's picture

যেদিন বন্ধু চলে যাব...চলে যাবওওও বহুদুরেএএএ...

..................................................................
#Banshibir.

মেঘলা মানুষ's picture

ট্যাগ দেখেই আপনাকে স্যালুট দিতে ইচ্ছা করছে দেঁতো হাসি

আব্দুল গাফফার রনি's picture

কাল অফিসে যাওয়অর সময় দেখি, রাস্তায় রাস্তায় পুলিশের টহল। গাড়ি-ঘোড়াও কম। কারণ কী? হঠাৎ মনে হলো, একটা শুয়োর মরেছে। তার লাশ যাবে ভাগাড়ে। ব্যাকটেরিয়া দ্বারা হয়তো এখনও পচেনি, তবে পাকি বাতাসে পচেছে সেই ৭১-এর আগে। গন্ধ তখন থেকেই ছড়িয়ে চলেছে। মরার পর গন্ধটা নিশ্চয়ই আরও কটু হয়েছে। নাক বাঁচাতে লোক আজ বাইরে বের হেয়নি তেমন।

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

নীড় সন্ধানী's picture

Quote:
সকালবেলা উঠি পিচ্চিটার সাথে খেলি অফিসে গিয়ে হেসে খেলে কাজ কাজ খেলি আর রাতে এসে সচলে লিখি। কি ভয়ঙ্কর রকমের চমৎকার এবং নিরাপদ জীবন। আর এই চমৎকার নিরাপদ জীবনে আমাকে বাংলায় লিখার স্বাধীনতা দিয়ে গেছেন যে মানুষগুলো তাদের মধ্যে একজন শ্রেষ্ঠতম বীর মতিউর রহমান বীরশ্রেষ্ঠ ২০ আগস্ট সকালবেলা দুইটা ছোট বাচ্চাকে আদর করে চোয়াল শক্ত করে একটি সুসংগঠিত বিমান বাহিনী থেকে একটি আস্ত যুদ্ধ বিমান ছিনিয়ে নিতে গিয়েছিলেন। চিন্তা করা যায়?

অচিন্ত্যনীয়!

অথচ ইতিহাসের বিষ্ঠা গোআ প্রায় সেঞ্চুরী করে গেল! মন খারাপ

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

সাক্ষী সত্যানন্দ's picture

নীড়'দা, এমন অচিন্ত্যনীয় জীবন তো আর সবার ভাগ্যে জুটবে না। কিন্তু ৯০ বছর বাঁচি, ৬০ বছর বাঁচি আর ৩০ বছরই বাঁচি, গোলামের মত শুয়োরখচা ঘৃণ্য জীবন যেন না কাটাতে হয়। সেটাই মানুষ হিসেবে জীবনের সার্থকতা হবে। হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

এক লহমা's picture

চলুক

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

অভিমন্যু .'s picture

এই পিছামারার লাশ কবর থেইক্যা তুইল্যা -

১। ঢাকার ধারে কাছে খোলা জায়গায় পুইত্যা সেইটারে সিটি কর্পোরেশনের স্থায়ী ডাম্প ইয়ার্ড বানানো যাইতে পারে
২। নতুন ‘রাজাকার গোরস্থান’ বাইয়্যা ওরে সেইখানে পুইত্যা বাকি খালি জায়গায় বাকিগুলারে পোতার ব্যবস্থ্যা করা জাইতে পারে ( চাইলে পিচাশরেও এইখানে পুনঃ পোতা যাইতে পারে)
৩। ওর কবররে রাজাকার সৌধ বানাইয়্যা হের পাশে রাজাকার জাদুঘর বাইয়্যা এইসব ‘মা চো’ গো সব কুকীর্তি সেখানে সংরক্ষন করা যাইতে পারে

এইভাবেই ওরে বা ওর চ্যালামুন্ডারেও জাতীয়ভাবে সম্মান জানানো যায়!!!

________________________
সেই চক্রবুহ্যে আজও বন্দী হয়ে আছি

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.