ছবিব্লগঃ সবজি বাগান

অতিথি লেখক's picture
Submitted by guest_writer on Sun, 27/07/2014 - 11:42pm
Categories:

ছোট বেলায় আব্বু আর আমি মিলে বাসার ছাদে ছোট্ট একটা সবজি বাগান করেছিলাম। তারপর আব্বু প্রবাসী হয়ে গেল তাই আমারও আর বাগান করা হল না। অনেক বছর পর আবার বাবা মেয়ে মিলে সুদূর প্রবাসে ছোট একটা সবজি বাগান করলাম।


১। বাংলাদেশী মিষ্টি কুমড়ার ফুল


২। ঝুলন্ত মিষ্টি কুমড়া


৩। মাচায় ঝুলানো মিষ্টি কুমড়া


৪। কচু শাঁক


৫। বিদেশী মিষ্টি কুমড়া (Marrow) প্রজাতি ১


৬। বিদেশী মিষ্টি কুমড়া (Marrow) প্রজাতি ২


৭। গাছ পাকা বিদেশী মিষ্টি কুমড়া


৮। সারিবদ্ধ বিদেশী মিষ্টি কুমড়া গাছ


৯। স্বদ্য গাছ থেকে ছেড়া বিদেশী মিষ্টি কুমড়া


১০। গাছ থেকে ছেড়া দুই প্রজাতির বিদেশী মিষ্টি কুমড়া


১১। প্লেটে সাজানো বিদেশী মিষ্টি কুমড়া


১২। আধা পাকা বিদেশী মিষ্টি কুমড়া


১৩। পালং আর লাল শাঁকের সহাবস্থান


১৪। শিমের ফুল


১৫। মাচা দেয়া শিম গাছ


১৬। পুই শাঁক


১৭। টমেটো গাছ


১৮। সারিবদ্ধ টমেটো গাছ


১৯। গাছ থেকে ছেড়া টমেটো


২০। সারিবদ্ধ পিঁয়াজ গাছ


২১। নতুন ফুল আসা স্ট্রবেরি গাছ


২২। গাছে পাকা স্ট্রবেরি


২৩। স্ট্রবেরি গাছ


২৪। গাছ থেকে ছেড়া স্ট্রবেরি


২৫। পুদিনা গাছ


২৬। পুদিনা গাছে ফুল এসেছে


২৭। চেরি ফল পাঁকতে শুরু করেছে

ফাহিমা দিলশাদ


Comments

অতিথি লেখক's picture

চলুক

বিস্তর বাগান করে ফেলেছেন হাসি । দেখে ভালো লাগলো, বেঁচে থাকুক সবুজ ইচ্ছে গুলো হাততালি

মাসুদ সজীব

অতিথি লেখক's picture

অসংখ্য ধন্যবাদ আপনাকে মাসুদ। ঈদ মোবারক। ভালো থাকবেন হাসি

ফাহিমা দিলশাদ

হিমু's picture

শাকে চন্দ্রবিন্দু নেই। শাঁখচুন্নিতে আছে।

অতিথি লেখক's picture

মাফ করবেন হিমু। আগামীতে আশাকরি এমন ভুল আর হবে না। ঈদ মোবারক হাসি

ফাহিমা দিলশাদ

সাক্ষী সত্যানন্দ's picture

এইডাই কইতে লইছিলাম

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক's picture

চিন্তিত বুঝলাম না। যাই হোক ঈদ মোবারক হাসি

ফাহিমা দিলশাদ

সাক্ষী সত্যানন্দ's picture

কিছুনা, শাক সংক্রান্ত জটিলতা। লইজ্জা লাগে
বাদ্দেন, লেইট হেপ্পী বাড্ডে... ইয়ে, থুক্কু "লেইট ঈদ মোবারক" কোলাকুলি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক's picture

ইয়ে, মানে... আপনি চাইলে লেইট হেপ্পী বাড্ডে ও বলতে পারেন। আর চাইলে আগামী বছর ১৬ই জুলাই আমাকে সময়ে হেপ্পী বাড্ডে বলতেও পারেন দেঁতো হাসি

ফাহিমা দিলশাদ

প্রৌঢ় ভাবনা's picture

বাব্বা! এ বাগানতো ছোট্ট নয়, এতো দেখি বিশাল এক সবজি বাগান! হাসি

অতিথি লেখক's picture

অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রৌঢ় ভাবনা। আব্বু আর আমি মিলে বাসার সামনের জায়গাটা একটু কাজে লাগিয়েছি। ঈদ মোবারক হাসি

ফাহিমা দিলশাদ

এক লহমা's picture

বাঃ! ফাহিমা-দিদির বাগান ত চমৎকার হয়েছে!

ঈদ মোবারক!

অঃ টঃ - লহমা.কম-এ বার্তা পেয়েছি। কিন্তু উত্তর দেওয়া হয়নি। সময়ের টানাটানিটা একটু বেশীই চলছে।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

অতিথি লেখক's picture

অসংখ্য ধন্যবাদ আপনাকে এক লহমা দা। কত দিন পর আপনার সাথে কথা হচ্ছে! যাক ভালো থাকবেন। আবারও ঈদ মোবারক হাসি

ফাহিমা দিলশাদ

রকিবুল ইসলাম কমল's picture

দারুণ সুন্দর বাগান করেছেন। বাগান করার মাঝে একটা অদ্ভুত শান্তি আছে তাই না?

অতিথি লেখক's picture

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। জী ঠিক বলেছেন অন্যরকম একটা শান্তি আর বাগানের ফল/সবজি দেখে আত্নিক একটা সুখ অনুভূত হয়। আপনার আমার লেখা পড়া/দেখা এবং মন্তব্য করা আমার জন্য অনেক আনন্দের। ঈদ মোবারক। ভালো থাকবেন হাসি

ফাহিমা দিলশাদ

অতিথি লেখক's picture

স্ট্রবেরি দেখে ত রোজার ওজন আধাসের(আইডিয়াল স্কেল জানা নাই তাই লোকালটাই ইউজ করলাম ইয়ে, মানে... ) কমে গেলো।

--------------------
আশফাক(অধম)

অতিথি লেখক's picture

আমি খুবই দুঃখিত আশফাক দেঁতো হাসি । আসলে আজ আমাদের এখানে ঈদ তো তাই ভাবলাম সবাইকে একটু মিষ্টি মুখ করাই। ভালো থাকবেন। ঈদ মোবারক হাসি

ফাহিমা দিলশাদ

মরুদ্যান's picture

চলুক

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

অতিথি লেখক's picture

ধন্যবাদ মরুদ্যান। ঈদ মোবারক হাসি

ফাহিমা দিলশাদ

দীনহিন's picture

চলুক

.............................
তুমি কষে ধর হাল
আমি তুলে বাঁধি পাল

অতিথি লেখক's picture

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- । ঈদ মোবারক হাসি

ফাহিমা দিলশাদ

Sohel Lehos's picture

দারুন! সবজি বাগান দেখে মন ভাল হয়ে গেল। চিংরি মাছ দিয়ে কুমড়া আমার খুবি প্রিয়। চাষাবাদ চলুক চলুক

সোহেল লেহস
-------------------------------------------------------
এইটা কি লেখলেন ভাই! গল্পের ট্যুইস্ট দেইখা পেটে কেমন জানি একটু মোচড় দিল হাসি

অতিথি লেখক's picture

অনেক ধন্যবাদ আপনাকে সোহেল। আমার সবজি বাগান দেখে কারো মন ভাল হয়ে গেছে এটা একটা বিশাল ব্যাপার। ইংল্যান্ডে কখনো এলে জানাবেন, চেষ্টা করব আমার মায়ের হাতের চিংড়ি মাছ দিয়ে কুমড়া রান্না খাওয়াতে। ভালো থাকবেন। ঈদ মোবারক হাসি

ফাহিমা দিলশাদ

Sohel Lehos's picture

আমি বিশিষ্ঠ সবজি খোর। সবজি দেখলেতো মন ভাল হবেই খাইছে । শুধুতো নানা কিসিমের কুমড়া দেখলাম। লাউ বুনেন নাই? লাউয়ের ছবি দেখলে মনটা আরো ভাল হয়ে যেত। আমি লাউয়ের পাতা শুধু সিদ্ধ করে দিলেও খেয়ে ফেলতে পারব। সামনের বার মুলা, পুঁই এবং ডাঁটা শাকের আবাদ অবশ্যই করবেন। আরেকটা জিনিশ- ধনে পাতা। পুদিনা পাতা দেখলাম, ধনে পাতা কই?

কুমড়া-চিংড়ি দাওায়াতের জন্য আপনাকে মিষ্টি কুমড়া যুক্ত ধন্যবাদ। নেক্সট টাইম বাংলাদেশে যাবার পথে দেখি লন্ডনে থামা যায় কিনা।

ভাল থাকবেন। ঈদ মোবারক।

সোহেল লেহস
-------------------------------------------------------
এইটা কি লেখলেন ভাই! গল্পের ট্যুইস্ট দেইখা পেটে কেমন জানি একটু মোচড় দিল হাসি

অতিথি লেখক's picture

বাহ্‌ আপনার সাথে তো আমার অনেক মিল। আমার আম্মু আমাকে শুধু সবজি খাই বলে আমার ভাইয়ের চেয়ে একটু বেশী আদর করে দেঁতো হাসি । লাউয়ের কথা আর বলবেন না মন খারাপ । সে এক বিরাট ইতিহাস। ছোট করে বললে এই বলা যায় যে লাউয়ের জন্য শুধু জানের সদকা দেয়া হয়নি আর যা যা করা যায় সবই করলাম কিন্তু বড় হওয়ার আগেই মারা যায় ওঁয়া ওঁয়া । ঠিক আছে মূলা আর ডাটা শাকের আবাদ করব। পুঁই তো এবছরই করেছি। ধনে পাতাদেরও অবস্থা লাউয়ের মত মন খারাপ

ফাহিমা দিলশাদ

ফারজানা 's picture

বাগান দেখে কি যে ভালো লেগেছে, বলে বোঝানো যাবে না। ☺

অতিথি লেখক's picture

অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের ভালো লাগাতেই আমার আনন্দ। ভালো থাকবেন। ঈদ মোবারক হাসি

ফাহিমা দিলশাদ

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.