রাজাকার বধাবলী - ১৭

স্বপ্নাহত's picture
Submitted by lonelycloud on Tue, 12/02/2013 - 11:57am
Categories:

[ দেশে আজো টেকা দায় ছাগুদের গন্ধে, চলো ছাগু বধে নামি, পাশবিক ছন্দে। রাজাকার ছানাপোনা, হয়োনাকো খুশি আর, আবারো জেগেছে জাতি, হুঁশিয়ার! হুঁশিয়ার!! ]

পিটা!
------------------------------

এই তো সময় শুদ্ধ করার বাপ দাদাদের ভিটা
সকাল বিকাল নিয়ম করে জামাত শিবির পিটা!

হইসে সময় নষ্ট অনেক কাঁঠাল পাতার চাষে
মাইর হবে জাস্ট সাউন্ড ছাড়া জাগরণের মাসে!

নামতা গুণে কররে শুরু - আলফা, গামা, বিটা
একাত্তরের ঝাল মিটিয়ে জামাত শিবির পিটা!

সম্প্রীতি আর সহিষ্ণুতা বঙ্গে আছে মিশে
এর বিরোধী চক্রকে আজ ফ্যাল রে মিজান পিষে !

এই দেশেতে সবাই সমান রাম, রহিম আর রীটা
ধর্ম বেঁচে ক্যাচাল করা জামাত, শিবির পিটা!

দেখলে ছাগু , পাইক্যা কাগু কন্ঠ ধরিস ঠেঁসে
আর রাজাকার ঠাঁই পাবেনা লাল সবুজের দেশে!

জোরসে বলে “তুই রাজাকার” নে তুলে নে ইটা
সকাল বেকাল ফূর্তি করে জামাত শিবির পিটা!


Comments

স্যাম's picture

চলুক চলুক চলুক
মাইর হবে জাস্ট সাউন্ড ছাড়া.....

অনিকেত's picture

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

ব্যাঙের ছাতা's picture

হাততালি

দ্রোহী's picture

অতিথি লেখক's picture

সত্যিকারের ডরাইসি। পান কোই মিয়া এইসব!! হাততালি

ফারাসাত

সুজন চৌধুরী's picture

বাই! আম্নে এডি কৈ ফান!!!?

আব্দুল্লাহ এ.এম.'s picture

জামাত শিবির পিডাইতে খুব মজা!
পিডা! পিডা!!

ত্রিমাত্রিক কবি's picture

গুল্লি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

সাফিনাজ আরজু's picture

Quote:
জোরসে বলে “তুই রাজাকার” নে তুলে নে ইটা
সকাল বেকাল ফূর্তি করে জামাত শিবির পিটা!

গুল্লি গুল্লি

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

সাম্য's picture

নিরপেক্ষ হয়নি। অমুসলিমের নাম দু দু বার করে এসেছে (রাম, সীতা), যেখানে মুসলিমের নাম একবার মাত্র (রহিম)। আপনি নাস্তিক আর বাকশালীদের প্রতিনিধি।

--------------------------------
বানান ভুল থাকলে ধরিয়ে দিন!

দ্রোহী's picture

আমারো এই কথা মনে আসছিল। চোখ টিপি

স্বপ্নাহত's picture

সীতা পাল্টে রীটা করে দিলাম। একটু ক্রিশ্চিয়ান ফ্লেভারের নাম । এখন ঠিকাছে ? দেঁতো হাসি

---------------------------------

বাঁইচ্যা আছি

অতন্দ্র প্রহরী's picture

কড়া! চলুক

রংতুলি's picture

হাততালি চলুক

উচ্ছলা's picture
প্রৌঢ় ভাবনা's picture

আহা দারুণ !

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর's picture

চলুক

______________________________________
পথই আমার পথের আড়াল

তানিম এহসান's picture

গুল্লি

অনার্য সঙ্গীত's picture

গুরু গুরু

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

সুজন চৌধুরী's picture

লাজবাব!
পিটা শালাগো! কুত্তা পিটান পিটা!!

অতিথি লেখক's picture

মাইর হবে বেশি বেশি
ফুলায় সকল বাহু পেশি ।

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.