মৌনমুখরতা

অতিথি লেখক's picture
Submitted by guest_writer on Mon, 15/08/2011 - 9:19am
Categories:

আমার পিতা -
একজন মৃত্যুপ্রিয় মানুষ ছিলেন।
তিনি তাঁর মৃত্যুকে আকাঙ্খা করতেন -
হারিয়ে যাওয়া, কোন এক প্রেমিকার মতো।
কিন্তু যেদিন,
তিনি তাঁর প্রেয়সীর সাথে মিলিত হলেন -
আমার বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে গেলো।

আমার পিতা -
একজন স্বতঃস্ফূর্ত মানুষ ছিলেন।
তিনি সমবেত মানুষ পছন্দ করতেন,
কোলাহলে নিজেকে মুখর রাখতে সক্ষম ছিলেন।
অথচ যেদিন আমাদের আঙিনায়
সর্বোচ্চ সমাবেশটি হলো -দেবতা, মানব ও অসুরের;
সেদিন তিনি তাঁর দীর্ঘতম শব্দহীন বক্তৃতাটি দিলেন।
আর আমার শ্রবনে সেই নিস্তব্ধতা প্রতিনিয়ত
প্রতিধ্বনির মতো বাজতে লাগলো!

সেই থেকে আমি শূন্য ও বধির হয়ে গেলাম।

তামান্না কাজী

ইমেইল অ্যাড্ড্রেস প্রকাশ না করার জন্য অনুরোধ করছি


Comments

পাহাড়ী বাংগাল 's picture

তামান্না কাজী, ২৩ বছর আগে প্রয়াত বাবাকে গভীরভাবে মনে করিয়ে দিলেন। আমার জন্য এরকম একটা কিছুর খুব প্রয়োজন ছিল। আপনাকে ধন্যবাদ।

তামান্না_কাজী's picture

এটা এমন একটা কষ্ট - যার শুরু আছে, শেষ নেই। আপনার প্রয়াত পিতার জন্য রইল শ্রদ্ধা।

সাইফ জুয়েল's picture

আবেগকে ছাপিয়ে যায় আজকের দিন। কাঁদো বাঙ্গালী কাঁদো।

তামান্না_কাজী's picture

কবিতা পড়ার জন্য ধন্যবাদ।

আমি একজন বাঙালী এবং আজকে আমি সত্যি কেঁদেছি - আমার নিজের পিতার জন্য যিনি পাঁচ বছর আগে আমাদের ছেড়ে চলে গেছেন।

মৃত্যুময়-ঈষৎ's picture

চলুক

তানিম এহসান's picture

চলুক

অতন্দ্র প্রহরী's picture

চমৎকার লাগলো কবিতাটা। চলুক

যাযাবর ব্যাকপ্যাকার's picture

অসাধারণ!

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

শাহেনশাহ সিমন's picture

চলুক

_________________
ঝাউবনে লুকোনো যায় না

ষষ্ঠ পাণ্ডব's picture

সন্তানের কাছে নিজের পিতা হারানোর কষ্টটা একই রকম থেকে যায় - তা পাঁচ বছর কাটুক আর ঊনিশ বছরই কাটুক। এমনদিনে রাষ্ট্রীয় আয়োজনের আড়ালে ব্যক্তিগত শোক বাইরের পৃথিবীর কাছে ঢাকা পড়ে যায় হয়তো, তবে যার গেছে তার হৃদয়ের রক্তক্ষরণ কোন কিছু দিয়েই থামানো যায় না।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

তাসনীম's picture

অসাধারণ।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

দুষ্ট বালিকা's picture

ভালো লেগেছে! কিন্তু আর ভালো লাগছেনা এই শোক! বড্ড বেশী হয়ে যাচ্ছে আমার জন্য! মন খারাপ

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

তামান্না_কাজী's picture

মৃত্যুময় ঈষৎ, তানিম এহসান, অতন্দ্র প্রহরী, যাযাবর ব্যাকপ্যাকার, শাহেনশাহ সিমন, তাসনীম - কবিতা পড়ার জন্য ও মন্তব্য করার জন্য ধন্যবাদ।

আশরাফ মাহমুদ's picture
এক লহমা's picture

শ্রদ্ধা
খুব ভালো। কিন্তু তারপর? সাত বছরে সচলে আর কিছু জমা পড়েনি!!! এরকম করলে কি করে হবে? কিছু আসুক?

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

ষষ্ঠ পাণ্ডব's picture

সুনীলের মাথা ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলেও নাদের আলীরা কি কথা রাখে!


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.