ক্যামনে বলো জিত তারে?

স্বপ্নাহত's picture
Submitted by lonelycloud on Wed, 16/12/2009 - 1:15am
Categories:

বলবো তবে জিত কারে
আজো যখন কান পাতা দায়
রাজাকারের চিৎকারে ?

চাইলো বিভেদ হিন্দু এবং
মুসলমান আর বৌদ্ধতে
মারলো যারা সোনার ছেলে
ডিসেম্বরের চৌদ্দতে।

আজ নিদারুণ স্পর্ধাতে
সেই মুজাহিদ, গোলাম আজম
যখন টিভির পর্দাতে

টক শো করে মাস্তি করে
আমার দেশের মুক্তিতে
তোমার তবু হয়না বিকার,
জিত হলো কোন যুক্তিতে?

আল-বদরের কথায় যখন
সত্য হয় আজ মিথ্যারে
ক্যামনে বলো জিত তারে?


Comments

আনোয়ার সাদাত শিমুল's picture

চলুক

হিমু's picture

সাবাশ ব্যাটা বাঘের বাচ্চা!

এই বরাহদের শিকার করতে হবে!



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

সুহান রিজওয়ান's picture

জিতবোই এইবার...

_________________________________________

সেরিওজা

শোহেইল মতাহির চৌধুরী's picture

পাঁচতারা!
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর's picture

স্বপ্নার ঘুম তাইলে ভাঙছে...
সাবাশ ব্যাটা বাঘের বাচ্চা... ফাটায়া ৫
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ওডিন's picture

ভাইরে গুল্লি দিয়া হবে না, একখান কামানের ইমো দরকার।
______________________________________
আসলে কি ফেরা যায়?

স্নিগ্ধা's picture

কোত্থেকে বিশেষ বিশেষ দিনে এরকম মারকাটারি এক একখান ছড়া নিয়ে উদয় হন? হাসি

স্পার্টাকাস's picture

বসিক ছড়া।

জননীর নাভিমূল ছিঁড়ে উলঙ্গ শিশুর মত
বেরিয়ে এসেছ পথে, স্বাধীনতা, তুমি দীর্ঘজীবি হও।

রাহিন হায়দার's picture

দূর্দান্ত!
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা

অনার্য সঙ্গীত's picture

দূর্দান্ত!
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

নাশতারান's picture

উত্তম জাঝা!

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

ধুসর গোধূলি's picture

- সাবাস ব্যাটা। চলুক

শেষের প্যারাতে "জিত জিত বলে চিল্লাও সবে" ধরণের একটা লাইনের কমতি অনুভব করছি পড়তে গিয়ে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

রায়হান আবীর's picture

ক্যামনে বল জিত তারে?

সবজান্তা's picture
মামুন হক's picture

এই বরাহদের শিকার করতে হবে!

স্বপ্নাহত's picture

সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিজয় দিবসের শুভেচ্ছা।

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

অতিথি লেখক's picture

এসো... একসাথে বুক চিতিয়ে দাঁড়াই,
আরো একবার বাঘ হই-
স্বমস্বরে করি গর্জন গুড়িয়ে দেই পাথুরে দেয়াল,
একসাথে থাবা তুলি,
রাক্ষসের দুঃসহ দুঃস্বপ্নের বাস্তবায়নে...

---- মনজুর এলাহী ----

নিবিড়'s picture

ঘুম ভাঙ্গলে এইভাবে মাঝে মাঝে ফিরে আসিস দারুণ করে চলুক


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

ভণ্ড_মানব's picture

দোস্ত, সেইরকম ঝাঁঝালো লেখা দিসোস। তারা দাগাইতে মঞ্চায়। হাসি
এদের বিচার না হওয়া পর্যন্ত প্রকৃত বিজয় আসবেনা, সংগ্রাম চালিয়ে যেতে হবে।
__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...

__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...

নিঘাত তিথি's picture

চলুক
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

সাফি's picture

ধারুন

অনিন্দিতা চৌধুরী's picture

অনেক দিন পর পড়লাম মনে হয়।
খুব ভাল লাগল স্বপ্নাহত।

তিথীডোর's picture

দুর্দান্ত !!!!

--------------------------------------------------

"সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

নুরুজ্জামান মানিক's picture

চলুক উত্তম জাঝা!

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

খেকশিয়াল's picture

অসাধারণ, অতুলনীয় !!

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.