Warning: Creating default object from empty value in theme_img_assist_inline() (line 1488 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/img_assist/img_assist.module).

পোস্টারায়তনঃ ফেসঅফ

ইশতিয়াক রউফ's picture
Submitted by ishtiaqrouf on Thu, 30/07/2009 - 12:42pm
Categories:

আশেপাশের দেশগুলোর তুলনায় আমাদের গণতন্ত্র অনেক বেশি প্রতিনিধিত্বশীল। দেশব্যাপী অরাজক আধুনিকতার প্রতিনিধিস্বরূপ দু'জন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পেয়েছিলাম আমরা।

ইয়ো আর আর-জে সমাজের সাথে তাল মিলিয়ে একজন বাংরেজিতে বলে গেছেন, "উই আর লুকিং ফর শত্রু।"

আরেকজন কথা নয়, কাজে বিশ্বাসী। তিনি সমাজের সাথে মৌখিক ভাবে তাল না মিলিয়ে সোজা বিদেশ চলে গেছেন আমাদের পলায়নপরতার প্রতিভূ হয়ে।

পোস্টারায়তনে রেখে গেলাম এই যুগোত্তীর্ণ ব্যাক্তিদ্বয়ের 'ফেসঅফ'।


FaceOff Poster


Comments

কীর্তিনাশা's picture

মনে দুঃখ পাইলেও গোলাগুলি করলাম। কারণ পোস্টার ভালো হইছে।

গুল্লি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ইশতিয়াক রউফ's picture

দুঃখ কেনো? রাজনীতি সংশ্লিষ্ট ব্যাপারে পরের দুখে দুখী হওয়া বাদ দিতে হবে আমাদের, বুঝলেন? ওদের ভাগের দুঃখ আমরা পেয়ে যাই বলে ওরা কিছু পায় না। খাইছে

সুহান রিজওয়ান's picture

হা হা, ভালো হইসে...
ইশতি ভাইয়ের অন্যান্য লেখার চেয়ে আলাদা হয়েছে।
... ভাইয়ের লেখার আশায় আছি। ---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

ইশতিয়াক রউফ's picture

হিমু ভাইয়ের পোস্টারায়তন দেখে হঠাৎ করেই করা। ছবি আঁকতে পারি না, তাই হাজার চেষ্টায়ও মনের ভেতরের দৃশ্যটা প্রকাশ হয় না। এর চেয়ে লেখালেখি অনেক সহজ! চেনা পরিসরেই ফিরতে হবে...

সাইফুল আকবর খান's picture

হ, বেশ ভালৈছে। এই কানেকশন-গুলা আসোলেই উপাদেয়। পোস্টারায়তনে এনে যথাযোগ্য মর্যাদা দেয়া হৈলো সেইটার।
সুন্দর। হাসি
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

ইশতিয়াক রউফ's picture

যে যা বলে বলুক না কেনো, বাবরের চেয়ে তাজ অনেক ভালো। বাবরের ছবি জুম করে একটা একটা স্পাইকের আশ-পাশ মুছতে ঘাম বের হয়ে গেছে। তাজ সেদিক থেকে খুব পরোপকারী। চুল একদম সোজা-সাপ্টা ব্যাক-ব্রাশ করা। চোখ টিপি

সাইফুল আকবর খান's picture

হো হো হো দেঁতো হাসি
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

সুহান রিজওয়ান's picture

Quote:
যে যা বলে বলুক না কেনো, বাবরের চেয়ে তাজ অনেক ভালো।

হাহাপগে...দেঁতো হাসি

পরীক্ষা দিমু না- আপ্নেগো কমেন্ট পড়ি...
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

ফাহিম's picture

বিধ্বংসী!!! চলুক

=======================
ছায়ার সাথে কুস্তি করে গাত্রে হলো ব্যাথা!

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

ইশতিয়াক রউফ's picture

ধন্যবাদ এত সামান্য জিনিসেও উদার ভাবে প্রশংসার জন্য। হাসি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর's picture

হিমুর পোস্টারও দেখলাম... আপনারটাও দেখলাম... পোস্টার সুন্দর... কিন্তু একটা দুক্ষ রয়ে গেলো... পোস্টার ইংরেজীতে কেন? এই কথাগুলো বাংলায় বললে সমস্যাগুলো কোথায়? বাংলা কি অতোটা শক্তিশালী না? নাকি? এই পোস্টারটাই, এই কথাগুলাই বাংলায় একবার করে দেখবেন?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ইশতিয়াক রউফ's picture

নজু ভাই রে, এই দুঃখ নিয়েই তো আমিও ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেলাম। শোবার আগে পোস্ট করে শুয়েছিলাম। কুটকুট করছিলো ভেতরে, বাংলায় কিছু করলাম না, তাই।

হিমু ভাই-এর "ট্রিগার" ছিলো 'পাবলিক এনিমি' নিয়ে তানভীর ভাইয়ের পোস্ট (+ সুজন্দা), আর আমার ট্রিগার ছিলো হিমু ভাইয়ের সেই পোস্টার (+ তাজকে নিয়ে আলোচনা)। সেই ধারায়ই ইংরেজিতে চিন্তাটা মাথায় এসেছে প্রথম। এটা করতে করতে বাংলায় চিন্তা মাথায় এসেছে কিছু। আফসোস, আঁকতে পারি না!!

ভাবতে গিয়ে মনে হলো, ইংরেজিতে একটা নির্দিষ্ট আকার এবং ফন্ট ব্যবহার হয়। বাংলায় তো সব সাইকেডেলিক রঙের ছড়াছড়ি। আপনারা কেউ বানিয়ে ফেলেন একটা। মজার হওয়া উচিত।

হিমু's picture

নজু ভাইসহ বাকি সবাইকে বলছি, কিছু বাংলা সিনেমার পোস্টার ছবি তুলে দ্যান।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

অতন্দ্র প্রহরী's picture

দেখেন তো এইটাতে কিছুটা কাজ হয় নাকি। দেঁতো হাসি

ইশতিয়াক রউফ's picture

ইয়া মাবুদ!! প্রহরী এই সব কী পকেটে নিয়ে ঘুরে?! সিরাম জিনিস রে ভাই...

অতন্দ্র প্রহরী's picture

দেঁতো হাসি

ঠিক করসি, এরপর রাস্তায় পোস্টার দেখলে, নিজের ক্যামেরায় তুলে কালেকশন বানাব একটা দেঁতো হাসি

ইশতিয়াক রউফ's picture

ঝামেলা তো অন্য জায়গায়। বাংলা সিনেমার পোস্টার তো দেখি স্বাস্থ্যবান প্রায়-উলঙ্গ মানুষের কোলাজ ছাড়া কিছু না। প্রাসঙ্গিক মানুষদের (হাসিনা, খালেদা, আশরাফুল, গেলমান, ...) এমন ছবি কোথায় পাই কোলাজে বসানোর জন্য? খাইছে

রণদীপম বসু's picture

@প্রহরী
ভালা জিনিস মাথায় ঢুকাইয়া দিলেন তো প্রহরী ! আমার ২মেঃপিঃ আছে না ! এইটারে কামে লাগাইলাম না ক্যান !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

হিমু's picture

দারুণ সংগ্রহ! দেখি কিছু বাংলা পোস্টার বানাবোনি।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর's picture

জোশ তো...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ঋদ্ধ [অতিথি]'s picture

ইয়াল্লাহ... কি দেখাইলেন প্রহরী ভাই

মূলত পাঠক's picture

প্রহরী তো দেখি ডেঞ্জারাস লোক!! এই সব জিনিস জোগাড় করে রেখেছেন!

সব চেয়ে মজা পেলাম হত্যাকারী'র পোস্টারে ভূতলশয়ান মেয়েটির উপর সেন্সরের কারুকাজ দেখে। এ ধরনের কারুকাজ কলকাতার পথেও দেখেছি পোস্টারে, মনে পড়ে গেলো।

মৃত্যুদাতায় তারান্তিনো-টাচটা ক্লাসিক!

সুলতানা পারভীন শিমুল's picture

ইয়াল্লা ! অ্যাঁ
প্রহরীরে তো একটু আধটু ভালু ছেলেই ভাবতাম... চোখ টিপি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অতন্দ্র প্রহরী's picture

শততম পোস্টের জন্য অভিনন্দন, হে বন্ধু। আরো অসংখ্য সুলিখিত পোস্ট আসুক তোমার কাছ থেকে হাসি

পোস্টারটা দুর্দান্ত। তবে বাংলার ব্যাপার, নজু ভাই যেটা বললেন, ভেবে দেখতে পারো। হাসি

ইশতিয়াক রউফ's picture

বন্ধু আমার, অধমের ব্লগের সংখ্যার দিকে নজর রাখায় অনেক ধন্যবাদ। খুবই খুশি হলাম। হাসি অসংখ্য পারবো কিনা জানি না, তবে চেষ্টা করবো জমে থাকা লেখাগুলো খালাস করে দেওয়ার।

বাংলায় কিছু একটা করবোই। নিজেরই অস্বস্তি লাগছে ইংরেজিতে করে। ইংরেজিতে পোস্টার শিল্প অনেক এগিয়ে গেছে, এবং ইংরেজি ছবির নামগুলোয় বৈচিত্র্য আছে প্রচুর। এ-কারণেই ইংরেজিতে করার চিন্তা সহজাতভাবে প্রথমে আছে। এই ঘরানাটা তো প্রতিষ্ঠিত কিছুকে বদলে/বিকৃত করে করা। বাংলা থেকে নিলে "তাজ কেন বাবর"এর বাইরে দুষ্কর হয়ে যেতো।

বাংলা সিনেমার নামের একটা আর্কাইভ থাকলে মন্দ হতো না। চোখ টিপি

অতন্দ্র প্রহরী's picture

বাংলা সিনেমার নামের আর্কাইভের আইডিয়াটা জোস লাগল! করা যায় কিন্তু! দেঁতো হাসি

এই পোস্টেই তো করা যায় কাজটা। সবাই মন্তব্যের ঘরে লিখে দিতে পারেন নামগুলো।

যুধিষ্ঠির's picture

দারুণ প্রস্তাব। আর্কাইভে বাংলা নামের সাথে সাথে ইংরেজী নামটাও দিতে যেন ভুল না হয়, খিয়াল কৈরা!

নুরুজ্জামান মানিক's picture

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

ইশতিয়াক রউফ's picture

দুই দুই খান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দিকে এই ভাবে গোলাগুলি? তাহলেই বোঝেন এদের যোগ্যতার দৌঁড়!

তানবীরা's picture

পোষ্টার অফিস থেকে দেখতে পাই নি শুধু লেখা পড়ে ভোট রেখে গেলাম।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

ইশতিয়াক রউফ's picture

আপু তো অধমকে আসলেই ভালো পান দেখি!! নাহ, আর কোন ত্যাঁড়াবাঁকা কথা বলবো না আপনাকে। দেঁতো হাসি

তানবীরা's picture

মুখের মইদ্যে বিদ্যাসাগরী ভেটকি ঝুলাইয়া তুমি আমারে ত্যড়াব্যকা কতা কইতা নাকি? বুজি নাইতো! তাইলে মাইনাচ হাসি
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

মামুন হক's picture

দুর্দান্ত!!!

ইশতিয়াক রউফ's picture

ধন্যবাদ। ফাঁকি মারলাম একটু। আসল কাজ ফেলে রেখে ডুগডুগি বাজিয়ে বেড়ানো...

ভূঁতের বাচ্চা's picture

ফাটাফাটি হইসে !
--------------------------------------------------------

--------------------------------------------------------

ইশতিয়াক রউফ's picture

ধন্যবাদ... হাসি

মূলত পাঠক's picture

পোস্টারের কনটেন্ট নিয়ে সম্যক জ্ঞানের অভাব, সে বিষয়ে মন্তব্য করা গেলো না। তবে দেখতে খাসা হয়েছে।

ইশতিয়াক রউফ's picture

ফেসঅফ ছিলো কৈশোরে দেখা ধুন্ধুমার অ্যাকশন মুভি। ভ্যাল কিলমার, নিক কেইজ... আহা, কী মজাটা পেয়েছিলাম সেই বয়সে! সেই ছবির উপর ভিত্তি করেই এই পোস্টার।

বাবর ছিলো গত সরকারের আমলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। মহা চোর। তিনিই সম্ভবত বাংলা, বিহার, উড়িষ্যার প্রথম জেল-স্পাইকড প্রতিমন্ত্রী। ভাবের আতিশয্যে প্রায়ই বেংলিশ বলতেন। তাঁর একটি বিখ্যাত উক্তি ছিলো, "শত্রু পালিয়ে গেছে, উই আর লুকিং ফর শত্রু।"

তত্ত্বাবধায়ক সরকার আসার পর বাবরের বাসায় একটি গোপন কক্ষে ওয়্যারলেস যন্ত্রপাতি পাওয়া যায়। উচ্চ ক্ষমতাসম্পন্ন সেই যন্ত্রপাতি দিয়ে ঘর থেকেই বাবর পুলিশ ফোর্স চালাতেন। নির্বাচন যেকোনো মূল্যে জেতার পাঁয়তারা ছিলো।

সোহেল তাজ হলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের ছোট ছেলে। এ-সরকারের আমলে তাঁকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি বেশির ভাগ সময়ই আমেরিকা কাটান, এবং সম্প্রতি পদত্যাগ করেন। এ-নিয়েই ক'দিন আগে মাসকাওয়াথ ভাইয়ের পোস্টে আলোচনা হচ্ছিল।

কনটেক্সট দিয়ে গেলাম, রেফারেন্সের খাতিরে। হাসি

পথে হারানো মেয়ে's picture

ফেস/অফে নিকোলাস কেইজের সাথে ছিলো জন ট্রাভোল্টা।

পোস্টার ঝাকানাকা হয়েছে।

পথে হারানো মেয়ে's picture

ফেস/অফে নিকোলাস কেইজের সাথে ছিলো জন ট্রাভোল্টা।

পোস্টার ঝাকানাকা হয়েছে।

ইশতিয়াক রউফ's picture

টানে টানে লিখে ফেলসিলাম। ব্লগ-পুলিস তো ভয়ংকর তৎপর! আমার একটু দেরিতে খেয়াল হয়েছিলো। নিজে ঢুকার আগেই দেখি ৩ জন ভুল ধরে দিয়েছে। দিন ভর চোখের সামনে ফেস/অফ-এর অরিজিনাল পোস্টার খোলা, তারপরও এই ভুল... এক গ্লাস পানি দেন, ডুবে মরি। দেঁতো হাসি

অতন্দ্র প্রহরী's picture

Quote:
ভ্যাল কিলমার, নিক কেইজ...
এই ভদ্রলোক কোত্থেকে এলেন? 'জন ট্র্যাভোল্টা' হবে মনে হয় হাসি

ইশতিয়াক রউফ's picture

শিশুতোষ ভুল। কিলমারের নাম কেন লিখলাম নিজেও জানি না। ঠিক করার আগেই দেখি জবাব এসে গেছে। দেঁতো হাসি

কিংকর্তব্যবিমূঢ়'s picture

Quote:
ফেসঅফ ছিলো কৈশোরে দেখা ধুন্ধুমার অ্যাকশন মুভি। ভ্যাল কিলমার, নিক কেইজ... আহা, কী মজাটা পেয়েছিলাম সেই বয়সে!

ভ্যাল কিলমার? মাইর খাবা মিয়া, ফেইস অফের জন ট্রাভোল্টারে ভুলে যাওয়া রীতিমত অপরাধ ...

কয়েকটা ছবি দেখে একসময় অসম্ভব ভালো লাগছিল এবং সেজন্য আমি এখনো লজ্জিত না ... এক নাম্বারে আর্মাগেডন, দুইয়ে ফেইস অফ, তিনে এন্ট্রাপমেন্ট দেঁতো হাসি
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

ইশতিয়াক রউফ's picture

ভুলটা একদম স্টুপিডের মতো। ব্যাপার না। ফেস/অফ-এর কারণে একে একে ট্রাভোল্টার কত সিনেমা দেখে যে হতাশ হইসি... এটুকু তার তুলনায় কিছু না। দেঁতো হাসি

শেষের কথাটা সবচেয়ে ভাল্লাগসে। আমারও আর্মাগেডন, ফেস/অফ, ইত্যাদি দারুণ লাগসিলো একটা বয়সে। মাঝে কাচুমাচু করতাম, এখন খোলামেলা ভাবেই স্বীকার করি। "ভাল্লাগসে... তর কী?"

অতন্দ্র প্রহরী's picture

প্রথম দেখায় 'ফেস/অফ' বেশ ভাল্লাগসিল, পরে আর লাগে নাই খাইছে
'আর্মাগেডন' তেমন একটা জুইতেবল লাগে নাই (দেঁতো হাসি), আর 'এনট্রাপমেন্ট' ভাল্লাগসে (মূলত জেটা জোনসের জন্য চোখ টিপি)

তোমার তো মিয়া লজ্জিত হওয়ার সিনেমার পরিমাণ কম, আমার তালিকা বহুত লম্বা। তাই কাউরেই কই না। পচানি তো আর কম খাইলাম না এই নিয়া আজ পর্যন্ত! দেঁতো হাসি

সুহান রিজওয়ান's picture

আম্রো...
এন্ট্রাপমেন্ট, মাস্ক অফ জোরো মন খারাপ
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

মূলত পাঠক's picture

রেফারেন্স খুবই কাজে আসলো। ফেস-অফ কী জানা ছিলো যদিও হাসি

কাজী আফসিন শিরাজী [অতিথি]'s picture

হাহাহা... চমৎকার! আপনিতো ভাই সেই রকম মজার লোক! ভালো লাগল। শুভেচ্ছা।

ইশতিয়াক রউফ's picture

এই মন্তব্যে কোনো বানান ভুল নেই। বাহ! চোখ টিপি

বাঘ-নাই বনে খাটাশ রাজা আর কি। আসল মজার মানুষ তো শীতনিদ্রায় সেই কত মাস ধরে... মন খারাপ

ধন্যবাদ।

পরিবর্তনশীল's picture

গুল্লি হইছে। হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

নিবিড়'s picture

পছন্দ হইছে দেঁতো হাসি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

হিমু's picture

ফেইস-অফে পয়েন্ট অব ইউনিয়ন ছিলো চোখ, আর এই পোস্টারে কান, এইটা চ্রম লাগলো! পোস্টারায়তন চলুক। বাকিরাও চেষ্টা করেন।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

ইশতিয়াক রউফ's picture

প্রথমে এটায়ও চোখ মেলানোর চেষ্টা করেছিলাম। তেমন কোনো ছবি পেলাম না দেখে হয়ে উঠলো না। এরপরই আসে কানের চিন্তা। একবার ভাবছিলাম দুই কানে সম্মিলিত দুল পরিয়ে দেবো কিনা, কিন্তু মূলের সাথে সাযুজ্য রাখতে সেই চিন্তা বাদ দিলাম (সাথে আছে ফোটোএডিটিং-এ অধমের অজ্ঞানতা)।

রথী-মহারথীরা যে কোথায় হারালেন! পোস্টারায়তন তো তাঁদের জন্যই।

প্রজাপতি [অতিথি]'s picture

ইশতি ফাটাফাটি পোস্টার হয়েছে।

যুধিষ্ঠির's picture

পোস্টার খুবই পছন্দ হইসে কিন্তু দেশের সম্মানিত নেতাদের অসম্মানিত করা এবং সেইটা নিয়া এহেন ন্যাক্কারজনক অপপ্রয়াসে ব্যথিত হইসি।

খুবই ব্যথিত হইসি।

খুবই।

আসলেই।

হাছা কথা কইতেসি।

ব্যথার চোটে হাসতে হাসতে কাহিল। দেঁতো হাসি

অফটপিক: শততম পোস্টে অভিনন্দন! আমার পোস্টসংখ্যা যে কবে ডাবল ডিজিটে যাবে... চিন্তিত

ইশতিয়াক রউফ's picture

মজা পেলাম আপনার মন্তব্যে। দেঁতো হাসি

আমি তো লজ্জার ভয়েই ট্রিপল ডিজিটে এলাম। আমার রিক্রুটেরা দেখি আমাকে ছাড়িয়ে যাচ্ছে। মান-সম্মানের প্রশ্ন। চোখ টিপি

তবে, আপনার একটা পোস্টের ওজনই তো অধমের গোটা দশেকের সমান। সেটা ভুলে গেলে চলবে?

লুৎফুল আরেফীন's picture

এই গুল্লী এতোক্ষণ ক্যামনে জানি দেখাই হয় নাই!!
ঠাডা পড়ুক! ঠাডা পড়ুক!

পুরা গুল্লী হইছে।

সাইফ তাহসিন's picture

বিয়াপক জটিল হইসে

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

জাহিদ হোসেন's picture

দারুণ পোস্টার! খুবই ভালো লেগেছে। আরো আসুক এই রকম জিনিস।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

স্বাধীন's picture

সিরাম হইছে? দুঃখ একটাই, কপালের ফেরে আজ বাবরের মত চুরের সাথে তাজউদ্দিনের ছেলের ছবি যায়। তাজ এর ইমেইল আছে নাকি কারো কাছে? পাঠিয়ে দেওয়া যায়, যদি তার লজ্জা হয়।

ইশতিয়াক রউফ's picture

ফেস/অফ-এ দু'জন থাকে একে অপরের শত্রু, তবে চেহারা অদল-বদল করে দুই জনের ভূমিকা বদলে যায়। এখানেও সেই অবস্থায় হয়ে গেলো আর কি। চুরা বাবর কিছুদিন পর জেল থেকে বেরিয়ে বড় বড় শ্লোগান দেবে দেশকে ভারতের তাঁবেদারি থেকে বাঁচাতে, আর সোহেল তাজ গালি খাবেন দেশ ছেড়ে পালানোয়। আয়রনি। সোহেল তাজের সম্ভাবনার অপচয়ের কথা মনে করলেই মেজাজ খারাপ হয়ে যায়।

অতিথি লেখক's picture

Quote:
"Featuring Sahara Khatun & Tarique Zia"

হাঃ হাঃ হাঃ......
দুই কেশবালককে নিয়ে এই ছিঃনেমার বাংলা নাম হতে পারে "জেল-খানা" বা "কেশ/অফ"

শততম পোস্টে অভিনন্দন।

#ওসিরিস

ইশতিয়াক রউফ's picture

আপনার দেওয়া নাম দু'টা অসামান্য!! বিশেষত "কেশ/অফ" মাথায় আসলে পুরোটা বাংলায় করা যেতো... ধন্যবাদ।

ইশতিয়াক রউফ's picture

ধন্যবাদ সবাইকে। আরেফীন ভাই, স্মৃতিবিপর্যয়ের অপেক্ষায় আছি কিন্তু।

সচল জাহিদ's picture

Quote:
"উই আর লুকিং ফর শত্রু।"

ইশতি, বাবর কিন্তু " থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার" ঠিক রাইখা কইছিল,

উই আর লুকিং ফর শত্রুজ !!!!

এককালের চোরাকারবারী ছিল আমাগো সরাষ্ট্রমন্ত্রী ভাবতেই কেমন জানি লাগে।

-----------------------------------------------------------------------------
আমি বৃষ্টি চাই অবিরত মেঘ, তবুও সমূদ্র ছোবনা
মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবনা ।।


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

ইশতিয়াক রউফ's picture

তাই তো! ভুলেই গেছিলাম!!

বাংলাদেশের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মন্ত্রী-প্রতিমন্ত্রীদের প্রাক্তন পেশার তালিকায় কী নেই বলুন?

- স্বাধীনতাবিরোধী/রাজাকার
- চিনি চোর
- যুদ্ধাপরাধী
- গণহত্যাকারী
- ধর্ষক
- চোরাকারবারী
- নকলবাজ
- আন্ডারম্যাট্রিক
- চিরকুমার
- বহুগামী কবি
- মাদকাসক্ত
- বাড়ি লুটেরা
- ...

সাধে আমরা এই অবস্থায় আছি আজকে?

ঋদ্ধ [অতিথি]'s picture

সেইরকম জিনিস হইছে। চলুক
আমারও পোস্টার বানাইতে মন চায়।

মৃদুল আহমেদ's picture

দুর্দান্ত! দুর্দান্ত! দুর্দান্ত!
আর কিছু বলার নাই! ক্লাসিক হইছে এক্কেবারে!
--------------------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

প্রকৃতিপ্রেমিক's picture

গ্রাফিক্স-এর কিছুই পারিনা। তবে একইরকম একটা আইডিয়া মাথায় এসেছে-- দুই সরকারের বাণিজ্যমন্ত্রীরাও অনেকটা একই ধাঁচের।

খেকশিয়াল's picture

হাহাহা জোস হইসে

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

শাহেনশাহ সিমন [অতিথি]'s picture

সিরাম হইছে ইশতি!!!

আর প্রহরী মিয়া তো পুরা রসের খনি চোখ টিপি

অনিকেত's picture

ইশতি
পোষ্টার পুরা কোপানী হইসে----
কোপা, ইশতি কোপা-----

আনোয়ার সাদাত শিমুল's picture

কান্দুইটা এক জায়গায় মিলায় বেশি ভাল্লাগতেছে দেঁতো হাসি

সুলতানা পারভীন শিমুল's picture

জটিল, ইশতি... দেঁতো হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অতন্দ্র প্রহরী's picture

লিংকটা অনেকের ভালো লাগসে দেইখা খুব প্রীত হইলাম দেঁতো হাসি

কিন্তু বাংলা ছি!নেমার নামের আর্কাইভের কী হবে? অভি, তুমিই শুরু করে দাও।

স্নিগ্ধা's picture

ইশতিয়াক, এটাতে কীভাবে যেন মন্তব্য করা হয় নি - দারুণ!! হাসি

রায়হান আবীর's picture

এইটায় পাঁচ তারা গড়াগড়ি দিয়া হাসি


পুচ্ছে বেঁধেছি গুচ্ছ রজনীগন্ধা

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.