অরুন্ধতী পাঠের খসড়া

হাসান মোরশেদ's picture
Submitted by hasan_murshed on Fri, 20/06/2008 - 6:52am
Categories:

.

নিজের কথা বলতে পারে সবাই । কিন্তু কেউ কেউ বলে,অনেকেই বলেনা ।
অনেকেই নিজের বলা কথাকে কার্যকর করতে পারে কিন্তু মাত্র কেউ কেউ করে, বেশীর ভাগই তা করেনা ...

ঐ মাত্র কেউ কেউ এর একজন অরুন্ধতী রায় । তার উপন্যাস বুকার জয় করলে ও আমার মতো সামান্য পাঠককে টানেনা । (সামান্য পাঠকের স্বাধীনতা তো এটুকুই)

কিন্তু উন্নয়নের নামে হাজার মানুষের জমিগ্রাসের বিরুদ্ধে যে কলম ধরে, গুজরাটে সংখ্যালঘু গনহত্যার বিরুদ্ধে যে রাস্তায় নামে, ইউনাইটেড স্টেটস অফ ভয়ংকর আমেরিকায় গিয়ে যে বলে আসতে পারে-'তোদের রাজা একটা বদ্দ উন্মাদ'- তাকে বোধহয় এড়িয়ে যাওয়া সম্ভবের অতীত ।

তাই অরুন্ধতী রায়ের নতুন বই প্রকাশের খবর পাওয়ার মুহুর্ত থেকেই অপেক্ষায় ছিলাম কবে হাতে পাবো । আরো বেশী উদ্গ্রীব হয়েছিলাম জেনে যে এটি 'গড অফ স্মল থিংকস' এর মতো কোন ফিকশন নয় । ২০০১ থেকে ২০০৮ এর মার্চ পর্যন্ত তার দেয়া চৌদ্দটি সাক্ষাৎকার ও আলাপচারীতার সংকলন বিশেষ ।

বইটি পেঙ্গুইন প্রকাশ করেছে অথচ যুক্তরাজ্যের বাজারে নয় । খোঁজ নিয়ে জানলাম প্রকাশক পেঙ্গুইন ইন্ডিয়া লিমিটেড এবং এটি শুধুমাত্র ভারতের বাজারেই প্রকাশিত । কি যন্ত্রনা!

যন্ত্রনা আরো ভয়ানক হলো দেখে যে, পেঙ্গুইন ইন্ডিয়া নিজে বই বিক্রি না করে তার কয়েকটি এজেন্টের মাধ্যমে বিক্রীর কাজ করে যাদের প্রায় সকলেই আবার শুধুমাত্র ভারতের ভেতরে সরবরাহ করতে পারে ।

শেষপর্যন্ত একজন বিক্রেতা পাওয়া গেলো যারা ভারতের বাইরে ও বিক্রী করে চড়া ডেলিভারী চার্জের বিনিময়ে-যা বইয়ের মুল্যের কয়েকগুন ।

শেষমেষ হাতে এলো ।
এক সপ্তাহ ধরে ডুবে আছি অরুন্ধতীতে ।
শুরু করেছি একেবারের শেষের ইন্টারভিউ দিয়ে- তেহেলকার একজন সম্পাদক সোমা চৌধুরীর নেয়া, মার্চ ২০০৮ এ ।।


Comments

দ্রোহী's picture

পড়ে শেষ করুন। আমরা গরীবেরা অপেক্ষায় থাকি ইস্নিপসে আপলোডিত হবার।

পড়া শেষ হলে আরেকটা পোস্ট দেবেন?


কি মাঝি? ডরাইলা?

হাসান মোরশেদ's picture

হয়তো পড়তে পড়তে কিছু লিখবো ।
-------------------------------------
বালক জেনেছে কতোটা পথ গেলে ফেরার পথ নেই,
-ছিলো না কোন কালে;

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ss's picture

সুপ্রিয় সুহৃদ : অরুন্ধতীর গড অফ স্মল থিংস টানেনি আপনাকে? অপেক্ষায় রইলাম এই বইটির আলোচনা পড়বার জন্য, আপাতত: ডুবছি ঝুম্পার নতুন বই আনএকাস্টমড আর্থে মাত্র পেয়েছি পরীক্ষা শেষে -
ss

হাসান মোরশেদ's picture

প্রিয় সেঁজুতি,
গড অফ স্মল থিংকস আমি পড়েছি অনেক পরে । এর আগে তার 'দ্যা চেকবুক এন্ড দ্যা ক্রুজ মিসাইল' পড়া হয়েছিল । এই বইটা পড়ার কারনেই হয়তো আমার মনে হয় এই মানুষটা ফিকশনের চেয়ে সরাসরি বলা কথাগুলোই আমাকে বেশী উদ্দীপ্ত করে ।
হয়তো সে এতো স্পষ্ট করে না বললে,তার ফিকশনেই ডুবে আনন্দ পেতাম ।

ঝুম্পার নতুন বই এর একটা ছোট্ট রিভিউ দিন তো ।
-------------------------------------
বালক জেনেছে কতোটা পথ গেলে ফেরার পথ নেই,
-ছিলো না কোন কালে;

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

তারেক's picture

বলছিলেন দুই ভাইয়ে মিলে মিলেঝুলে পড়বেন।
এখন কথা রাখতে হবে। লিখতে হবে কী পড়লেন, পড়ে কী ভাবলেন। হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

শেখ জলিল's picture

অরুন্ধতীর 'গড অফ স্মল থিংস'-এর ইংরেজি ভার্সন যাওবা বুঝেছিলাম, বাংলাদেশের বাংলা অনুবাদ পড়ে বুঝিনি তেমন। আসলে বইটি আমাকে খুব একটা টানেনি।
এ বইটি আকর্ষণীয় হবে বোধ হয়। তাড়াতাড়ি পূর্ণ রিভিউ দিন।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

ফারুক ওয়াসিফ's picture

অনেক ধন্যবাদ পোস্টটার জন্য। অরূন্ধতি আমাদের সময়ের হিরো। প্রথম অনুবাদটা শেষ হলেই তুলে দেবেন।
আমার কিন্তু প্রিয় উপন্যাসগুলোর একটা এই গড অব স্মল থিংস। কেবল নামের বাংলা করেছিলাম :তুচ্ছতার ঈশ্বর।

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

দিগন্ত's picture

এখানে বসে আপনাদের লেখাই সম্বল মন খারাপ ...


হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

জাহেদ সরওয়ার's picture

গড অব স্মল থিংকস পড়ে ভাবছিলাম কবিতার বই পড়তাছি। এবং অধীর আগ্রহে ছিলাম কখন অন্য ফিকশন বের হইতাসে। বিধিবাম এ দেহি অন্য লাইনের লোক। যেন ২য় গান্ধী। তার পথ অহিংসার নয়। নিজেই যেন এক মিসাইল। কলাম গুলোতে আগুনের ছড়াছড়ি। তার ক্ষোভ অনেক মৌলিক। সাঈদ,চমস্কির কাতারে। হাসান আগে পড়েন তারপর বিস্তারিত মন্টু।

*********************************************

রণদীপম বসু's picture

আহা ! এ তো দেখি পাঠককে হতাশ করার পোস্ট ! কাজটা ঠিক হলো না । একজন হাপুস হুপুস করে অমৃতান্ন খাবেন, আর বাকিরা পিঁপড়ার মতো ওই শব্দের দিকে ক্ষুধার্ত তাকিয়ে থাকবে ? এক ফোঁটা দেবেও না ! এটা খুবই অন্যায়। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর's picture

রবীন্দ্রনাথের মতো বলতে হয়... পীপিড়া কাঁদিয়া যায় পাতে... পোস্ট শেষ করার পরে মনে হইলো আর কেন নাই?
বইটা পড়ার সুযোগ হয় নাই। আপনার দিকে তাকায়ে আছি... একটা একটা কইরা ইন্টারভিউ পড়েন আর এইখানে আলোচনা ছাড়েন... দুখের স্বাদ ঘোলে মিটাই আর্কি।

মাশার প্রতি বলি...
চমস্কি বিষয়ে কিছু দ্বিধা আছে আমার... হয়... মনে হয় তৈরি মাল... ভুল হইতে পারে... এখনো কিছু দ্বিধায় আছি।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

থার্ড আই's picture

ধূর মিয়া পড়তে বসলাম বুক রিভিউ....তলায়া দেখি আসলেই খসড়া...!! জলদি লেখা ছাড়েন ।
-----------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

নুরুজ্জামান মানিক's picture

হাসান মোরশেদ wrote:
হয়তো পড়তে পড়তে কিছু লিখবো ।
-------------------------------------

আমরাও পড়তে পড়তে কিছু মন্তব্য করব

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

আহমেদুর রশীদ's picture

দোয়াগো।

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.