কাছাকাছি

অতিথি লেখক's picture
Submitted by guest_writer on Fri, 11/12/2009 - 11:15pm
Categories:

নিমগ্ন রাত চুপচাপ ছিল
তুমি আসবে তাই,
জোস্নার পরত নেমে এল
মুছে মুছে মখমলি আধার ,
হাস্নাহেনার সুগন্ধি ধার এনেছিল হাওয়া
অথচ আমাকে বলেনি কেউ কিছু ।

সপ্নলোকের অজবিথী বেয়ে
নেমে এল সেই ক্ষন
আমার দোরে তোমার মৃদু পদার্পন ।

কল্পনার তেপান্তরে তোমার সাথেই ছিলাম
মেঘের পংখিরাজে ,
চুপি চুপি কখন তাই হয়নি জানা, এসেছ ।

অধরে স্পর্শের উষ্ণ স্রোতে
টেনে নিলে সপ্ন জীবি আমাকে
বাস্তবতার শক্ত বুকে ।
শীতার্ত পৃথিবীর রুক্ষতার মাঝে
জেগে উঠে নরম উষ্ণতার স্ফুলিঙ্গ ,
ছুয়ে যায় দুজনার বিন্দু বিন্দু শোনিত ধার ।

লৌকিকতার সুবিশাল আয়োজন
আবেদনহীন পরে রয়
আলৌকিক এ রাতে ,
গারো তিমিরের এ ঘরে
সে স্ফুলিঙ্গ হতে জেগে উঠে
অদৃশ্য আলোক শিখা -- ভালোবাসার
তোমার আমার , দুজনার ।

তখন কেবল ই
এক আতি অনুভবের অচেনা সাগরে ডুবে যাওয়া
তোমাকে পাশে রেখে ।

হয় তো আছে, হয় তো নেই কেউ বুঝবার
রীতির যে শৃ‍‍ঙখলে বাধা পরে দেহ
ভেঙ্গে তার নাগপাশ বন্দনায় মহীয়ান
দুটি অন্তর আকুল অপার ।

তোমার আমার এই ক্ষন জানলোনা কেউ ,
কালের পাতায় লীন এ মহাকাব্যের তবু
স্তুতি হবে জেনো ,
আকাশে - বাতাসে - শুভ্র চন্দ্রলোকে
আধারে - আলোকে ।

আমাদের প্রেমে নেই আর কোন মোহ
কামুক প্রাপ্তির টান -
আর নেই কোন সুখের সন্ধান ।
নেই হৃদয় বিহীন অন্য কোন পিছুটান ।

এখন প্রাপ্তি যত পূর্তি তার পলে পলে ,
দেহে - মনে , চেতনে - অবচেতনে
মিলনে - বিচ্ছেদে ,
তোমার আমার ।

জানো তুমি আর আমি
এমনি করে সত্যের এই রূপ ,
শান্ত কবরে শপে দিলে জীবন
রহিত হলে হৃদ স্পন্দন
কীটের উদর পূর্তি শুধু
তখন আমি তুমি নিখোঁজ অতীত ছাড়া
কিছু নই আর ।

যতোদিন জীবনে আছে যৌবন মদির
চুমুকে চুমুকে পুর্ন করি
স্মৃতির সুরাইদানী ।
যে হৃদয় ক্ষানি পরম ভালবাসি
জড়িয়ে থাকুক তার দেহটি দেহের কাছাকাছি ।

Written On: 21/10/1999কাছাকাছিকাছাকাছি


Comments

হিমু's picture

কবিতায় বানান ভুল দেখলে খুব খারাপ লাগে ভাইয়া।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

অতিথি লেখক's picture

হিমু ভাইয়া,আপনার সাথে একমত , তবে ব্যপার হচ্ছে অনেক সময় বানান ভুল শোধ্রানর জ্ঞান , সময় এবং সুযগ অপ্রতুল হয়ে যায়,যাই হোক আর একটা তথ্য দেই সেটা হচ্ছে আমি আপু,ভাইয়া নই। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

হিমু's picture

তাহলে পর্যাপ্ত জ্ঞান, সময় আর সুযোগ আয়ত্বে নিয়েই আমাদের কবিতা লিখতে বসা উচিত।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর's picture

কবিতায় বানান ভুল হলে মাঝে মধ্যে অর্থটাই পাল্টে যায়। এমনিতেই কবিতা বুঝি না, তার মধ্যে যদি বানান ভুলের জন্য সেটা আরো অবোধগম্য হয়, তাহলে বড্ডই বিপদ।

কষ্ট করে একটু বানানটা দেখে নেবার অনুরোধ রইলো।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.