প্রতিবাদী বুলেটিন ১০: লেখকের স্বাধীনতা অক্ষুণ্ন রাখার দাবীতে এই সাইটে লেখা বন্ধ রয়েছে। প্রতীকি প্রতিবাদের সময় শেষ হয়ে আসছে।

দীক্ষক দ্রাবিড়'s picture
Submitted by dravir on Mon, 06/03/2006 - 3:51am
Categories:


প্রতীকি প্রতিবাদে বস্তুত সাইটটি লেখাশূন্য হয়ে পড়েছে। যারা মুক্তচিন্তার ধারক-বাহক তারা ছাড়া সত্যিকার অর্থে ব্লগে যে উল্লেখযোগ্য লেখা পোস্ট করার মত কেউ নেই তা অনেক আগেই প্রমাণিত হয়েছে। তারা ব্লগে ব্লগে মন্তব্য ও ব্যক্তিগত আলাপচারিতায় সময় কাটিয়েছেন। বিষয়টি অনেকটা রাজধানীতে ডাকা হরতালের সময়কার পরিস্থিতির মত।
এর ফাঁকে অপবাক তার বক্তব্য দিয়েছেন এবং বিভিন্ন প্রান্তিক ব্লগারকে দলে ভেড়াবার চেষ্টা করেছেন। তিনি সাইটের প্রতি সহমর্মিতা বশত: এর পরিবেশে বিঘন ঘটায় দু:খ প্রকাশ করেছেন। বিরোধী পক্ষের কেউ কেউ অপ বাকের সাথে দেন-দরবার করে সমঝোতায় আসার চেষ্টা করছেন। যদিও গণতান্ত্রিক সমঝোতাকে আমরা শ্রদ্ধা করি তবুও ব্যক্তিগত পর্যায়ে সমঝোতা দিয়ে আদর্শিক বিরোধের সমাধান সম্ভব নয়।
সকল সহযোদ্ধাদের অভিনন্দন। নতুন নতুন লেখার রসদ জোগাড় করুন। নিজেকে প্রস্তুত করুন। আবার আমরা এই সাইট ভাসিয়ে দেবো নতুন আলোর উজ্জ্বলতায়। ততক্ষণ ঐক্যবদ্ধভাবে অন্ধকারের হুমকির বিরুদ্ধে প্রতীকি প্রতিবাদ চালিয়ে যান।


Comments

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.