স্কুলজীবন: তালপাতার সেপাই

অছ্যুৎ বলাই's picture
Submitted by bolai on Wed, 20/06/2007 - 3:55pm
Categories:

এক.

প্রথম হাতে খড়ি হয় কঞ্চির কলম দিয়ে। পেষা কয়লা পানিতে গুলিয়ে তার সাথে গাবের আঠা মিশিয়ে তৈরি করা হতো কালি আর সেই কালির দোয়াতে কঞ্চির কলম ডুবিয়ে লিখতে হতো।

লিখার জন্য কাগজের খাতা ব্যবহৃত হতো না। তালের পাতা কেটে শুকিয়ে গোছা করে বেঁধে তৈরি হতো খাতা আর সেই খাতার ওপর কঞ্চির কলম হাতে আঁকিবুকি করতো ছোট্ট বলাই। হাতের লিখা ভালো হওয়ার এটা নাকি একটা পূর্ব শর্ত।

বাংলা বর্ণমালা স্বরবর্ণ দিয়ে শুরু হলেও বর্ণমালা লিখতে শেখার প্রক্রিয়া শুরু হয় 'ক' বর্ণ দিয়ে। 'ক' লিখতে শেখানোর পদ্ধতিটা খুব মজার। মা তিনটা বিন্দু এঁকে আমার হাতে কঞ্চির কলম ধরিয়ে দিয়ে বিন্দুগুলো একটার পর একটা যোগ করতে বলতেন। যোগ করা শেষ হলে একটা বিন্দু দেখিয়ে দিয়ে একটা হুকের মত জিনিস আঁকতে হতো। হুকটা অনেক সময়ই উলটাপালটা করে ফেলতাম। ফলে সেটা 'ক' না হয়ে 'ব' এ 'উ-কার' হয়ে যেত। মা পরম মমতায় তাঁর হাত দিয়ে আমার হাতটি ধরে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক করে দিতেন।

বর্ণমালা লিখা শেষ হলে ফলা শেখা শুরু হয়। আদর্শলিপি দেখে দেখে ফলাগুলো লিখতে শেখার এই পর্যায়ে প্রথম স্লেট পাই। স্লেটটি একটু বড় সাইজের, চারপাশ যত্ন করে কাঠ দিয়ে বাঁধানো ছিলো। লিখার কাজে ব্যবহৃত হত খড়ি মাটি। চকের ব্যবহার সম্ভবত তখনো অতো জনপ্রিয় হয়ে ওঠেনি।

স্লেটটা অনেকদিন ছিলো। ক্লাস ফাইভে পড়ার সময় একবার কলা চুরি করতে গিয়ে অসাবধানতাবশত পায়ের নিচে পড়ে ওটা ভেঙ্গে যায়। কষ্ট পাই খুব। সেই কষ্টের রঙ আজো ফিকে হয়ে যায় নি।


Comments

নজমুল আলবাব's picture

কঞ্চির কলম দিয়া লিখছি। তয় কাগজে। তালপাতাতক যাইনাই।

অছ্যুৎ বলাই's picture

শহরে তালপাতা পাইবেন কই?

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

কনফুসিয়াস's picture

বাবারে, এইটা কতকাল আগের কথা? স্বপ্ন স্বপ্ন লাগতেছে শুনে!

-যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

নজমুল আলবাব's picture

আরে আমি গ্রামের মানুষ। এখনও গ্রামে থাকি। হাসি

ধুসর গোধূলি's picture

কলা খাইছিলেনতো ঠিক মতো!
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>

ঝরাপাতা's picture

যদি ভুলে যাও আম পাকা বৈশাখ, এলোমেলো পথ হাঁটা, গায়ের মেঠো পথ,
স্মৃতির আড়ালে যদি হারায় সব, তবে এসো মোর কাছে, আমিই দেখাব,
শৈশব, শৈশব . . . .

আপনি সেই শৈশবকেই দেখাচ্ছেন বিস্মৃতির অতল থেকে।

_______________________________________
পোড়াতে পোড়াতে ছাই, ওড়াতে ওড়াতে চলে যাই . . .


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.