৬টা

অনিন্দ্য রহমান's picture
Submitted by aninda21 on Tue, 23/11/2010 - 1:36am
Categories:

[অপ্রাসঙ্গিক] বাংলা উইকিপিডিয়া থেকে: কবিতা সাহিত্যের একটি প্রধান শাখা ; আরেকটি প্রধান শাখা হলো গদ্য। কবিতা সম্ভবত সাহিত্যের আদিমতম শাখা। কবি হৃদয়-নিহিত ভাবের ছন্দোবদ্ধ ও শিল্পিত প্রকাশ কবিতা বলে পরিচিত। বলা হয়েছে কবিতা হল ধ্বনি সুষমার সাথে ভাবের সমন্বিত প্রকাশ। বলা হয়েছে: কবিতা হলো যথাস্থানে যথা শব্দ যা প্রতিস্থাপনীয় নয়। মানুষের যে কোনো ভাব, ভাবনা, পর্যবেক্ষণ ইত্যাদি ছন্দোবদ্ধ আকারে প্রকাশই পদ্য। [/অপ্রাসঙ্গিক]

চেয়ার-টেবিল-সোফা
আলমারি-খাট
যথেচ্ছ নাড়াচাড়া যাচ্ছে

কেবল এটাই এক নিরূপায় অভ্যাস
নিদারুণ ব্যর্থতা

গৃহবাস

উতলা সময়
ব'সে থাকে জানালায়

না সময়
সময়ের সায়
কিছুই মেলেনা

স্মৃতি খুড়ে উঠে আসে ডানাহীন পাখি

লোহার পুলের নিচে
পার হয় লতাপাতা
              অলস ছায়াহ্নে

আমারও রয়েছে তাড়া
আমিও যেতে চাই
ফিরে

লোহার পুলের নিচে
পার হয় লতাপাতা
               এবং ছায়াহ্ন

ব্যর্থ তারার বিষাদ ঘুম

জ্বলতে পারেনি আজ
কালপুরুষের হাঁটু

ব্যর্থ তারার বিষাদ ঘুম
দুর্ভেদ দূষণে


স্বেচ্ছায় হইনি যোগী, তাই
বোকা মানুষকে দুয়ো দিয়ে যাই

ভীষণ সন্ন্যাসীরও কোনো এক কাল
ধারণ করেছে অতৃপ্ত সংসার


পৃথিবীর শীতকাল
ঝ'রে পড়ে হাতের তালুতে
আমার নীরক্ত করতলে

ভাগ্যরেখা ফুটে আছে শুকনো নদীর মতো


Comments

রোমেল চৌধুরী's picture

অনিন্দ্য ভাই,
'দীর্ঘ হাইকু'গুলো উপহার দেবার জন্য ধন্যবাদ। অসাধারণ হয়েছে, তাই কবিতাও চুমু দিয়ে গিয়েছে চুপিসারে। কবিতা নিয়ে কবিতা লেখার দৈন্যতার কালি হাতে মেখেও মাসছয়েক আগে লিখেছিলাম,

কবিতা
মনোরম বিন্যাসে ফোটে
বোধের মজ্জায়
অবিস্মরণীয় শব্দ কিছু;
স্মরণীয় নয়-
তবু জলের অক্ষরে লেখা রয়।

আজ আপনার বাংলা উইকিপেডিয়া থেকে চয়িত পূর্বলেখ পড়ে মর্ত্যের এই ক্ষুদ্র জীব সেটি উদ্ধৃত করার লোভ কিম্বা ভ্রান্তি সংম্বরণ করতে পারলো না।
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

অনিন্দ্য রহমান's picture

ধন্যবাদ। এগুলা কিছুটা দৃশ্যনির্ভর। হাইকুভাব থাকতে পারে। ঠিক। লোভ কিম্বা ভ্রান্তি সংবরণ না করেই ভালো করসেন। জলের অক্ষরের লেখাটা ভালো লাগল।


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

ষষ্ঠ পাণ্ডব's picture

ছতর ঢাকার পদ্ধতিটা ভালো লেগেছে। এভাবে কবিতার ছতর ঢাকতে হাবিজাবি কথা না বলে কবিতা বিষয়ক আলোচনা আসলেই ভালো।

অস্থির সময় যাচ্ছে নাকি? কিন্তু অস্থির সময়ের কবিতাতো বেশ সাবলীল হবার কথা। এখানে দু/একটাকে তো অনুবাদ কবিতার মতো আড়ষ্ট লাগলো। তবে বাকিগুলো চমৎকার লেগেছে।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

অনিন্দ্য রহমান's picture

এগুলা অনেক পুরান। প্রেজেন্ট প্লিজ দিলাম আরকি। মিনিমাম ৮ বছর তো হবেই। এখন তো আর ঐরকম লেখি না। আড়ষ্টতার সাথেই তো ধস্তাধস্তি।


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

রোমেল চৌধুরী's picture

অনিন্দ্য ভাই,
শুনেছি পুরনো চাল ভাতে বাড়ে আর পুরনো মদ বাড়ে স্বাদে, এবার দেখছি পাণ্ডুলিপি সান্দ্রতা পায় ধূসরতা পেলে! 'আট বছর আগের একদিন' বলে কথা!
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

অনিন্দ্য রহমান's picture

হুম ...


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

রোমেল চৌধুরী's picture

Quote:
কবিতার ছতর ঢাকতে হাবিজাবি কথা না বলে কবিতা বিষয়ক আলোচনা আসলেই ভালো।

খাটি কথা তাই একমত।
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

অনিন্দ্য রহমান's picture

লাল শাক পালং শাক লাউ শাক পুই শাক সবই শাক।
কথা হইল মাছটা কী মাছ?


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

অতিথি লেখক's picture

Quote:
এখন তো আর ঐরকম লেখি না।

লিখলে ভালোই করতেন। সক্ষমতা থাকলে তাকে সৃষ্ঠিশীল করা উচিত অনিন্দ্য ভাই। পড়ে ভালো লাগলো। আরও ভালো লাগানো কিছু লিখতে থাকেন।

রাতঃস্মরণীয়

অনিন্দ্য রহমান's picture

ধন্যবাদ


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

সৈয়দ আখতারুজ্জামান's picture

বাহ্! বেশ!

অনিন্দ্য রহমান's picture

ধন্যবাদ।


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর's picture

পয়লাটায় খুব জোশ পাইলাম...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অনিন্দ্য রহমান's picture

যাক, তাইলে ১টা তো কামে লাগল হাসি


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

নজমুল আলবাব's picture

ঘরে থাকতে চাই না। আবার ঘর না হলে চলেওনা, ব্যর্থতা ব্যার্থতা আর ব্যার্থতা

কাব্য ভালো লাগছে।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

অনিন্দ্য রহমান's picture

অপু ভাই, ঘর একটা অতিউচ্চ ডিভিশনপ্রাপ্ত কারাবাস।


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.